ঋতুর বাড়ি
ছয়টি ঋতুর বাড়ি আমার
ছয়টি মায়ের শাড়ি,
বাংলাদেশে বাড়ি আমার
বাংলাদেশে বাড়ি।
বছর জুড়ে হেসে বেড়ায়
বঙ্গ মায়ের ঘরে,
গ্রীষ্ম, বর্ষা,শরৎ আসে
পদ্মা, মেঘনা চড়ে।
হেমন্ত ও শীত বসন্তে
আহা কি যে দারুণ!
রঙে রঙে বঙ্গ সাজে
আগুন ঝরা অরুণ।
দুটি মাসে বদল করে
একটা করে শাড়ি,
বৈশাখ আসে গ্রীষ্ম নিয়ে
পড়ে রঙিন শাড়ি।
বর্ষা ভাসায় মেঘের ভেলা
অথৈ জলের মেলা,
সাদা মেঘের নীল আঁচলে
শরৎ কাটায় বেলা।
হেমন্তে ঐ নবান্নের সুখ
খেজুর রসের মিঠা,
নতুন ধানে গোলা ভরে
হরেক রকম পিঠা।
শীতে কাঁপে থরোথরো
শুষ্ক বায়ু টানে,
বসন্তের ঐ রঙিন খেলা
ফুলের সুবাস ঘ্রাণে।
এইতো আমার বাংলা মাগো
ছয়টি ঋতুর বাড়ি,
বাংলাদেশে বাড়ি আমার
বাংলাদেশে বাড়ি।
ছয়টি মায়ের শাড়ি,
বাংলাদেশে বাড়ি আমার
বাংলাদেশে বাড়ি।
বছর জুড়ে হেসে বেড়ায়
বঙ্গ মায়ের ঘরে,
গ্রীষ্ম, বর্ষা,শরৎ আসে
পদ্মা, মেঘনা চড়ে।
হেমন্ত ও শীত বসন্তে
আহা কি যে দারুণ!
রঙে রঙে বঙ্গ সাজে
আগুন ঝরা অরুণ।
দুটি মাসে বদল করে
একটা করে শাড়ি,
বৈশাখ আসে গ্রীষ্ম নিয়ে
পড়ে রঙিন শাড়ি।
বর্ষা ভাসায় মেঘের ভেলা
অথৈ জলের মেলা,
সাদা মেঘের নীল আঁচলে
শরৎ কাটায় বেলা।
হেমন্তে ঐ নবান্নের সুখ
খেজুর রসের মিঠা,
নতুন ধানে গোলা ভরে
হরেক রকম পিঠা।
শীতে কাঁপে থরোথরো
শুষ্ক বায়ু টানে,
বসন্তের ঐ রঙিন খেলা
ফুলের সুবাস ঘ্রাণে।
এইতো আমার বাংলা মাগো
ছয়টি ঋতুর বাড়ি,
বাংলাদেশে বাড়ি আমার
বাংলাদেশে বাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।