www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি অপ্রকাশিত প্রেমপত্র

প্রিয়তমা,ইন্দ্রিরা
পত্রের শুরুতে রইলো অনেক অনেক
ভালোবাসা ও শুভকামনা। আজ
অনেকদিন পর তোমাকে কিছু
বলতে ইচ্ছে করছে তাই এই
চিঠিখানা লিখতে বসা। জানিনা!
এই চিঠিখানা কোনদিন তোমার
হাতে পৌঁছাবে কিনা? কোনদিন
তুমি জানতে পারবে কিনা? তবুও
সান্ত্বনা এই যে তোমাকে ভেবেই
চিঠিখানা লিখা আর মনের
ভাবখানা এই যে তোমাকেই যেন
বলছি। এইটুকু সান্ত্বনা নিয়েই মনের
গভীরে জমে থাকা কষ্টগুলো একটু
হালকা করা ছাড়া আর কিছুই নয়।
কি করবো বলো ? আমার তো মনের
কষ্টের কথা শোনার মত একটি মানুষও
নেই। তাই নিজের সাথে নিজেই
কথা বলে নিজেকেই
নিজে সান্ত্বনা দিয়ে পথ চলছি,
চলবো বাকীটা জীবন।
তোমার নামের অর্থ ছিল 'দিন' কিন্তু
সেই তুমি একটি মানুষের জীবন
কে উপহার দিলে 'রাতের
ঘুটঘুটে অন্ধকার'। যে রাতের আধার
আজো সেই মানুষটার জীবন
থেকে কেটে যায়নি।
তাইতো যে রাতে সারা পৃথিবী থাকে ঘুমিয়ে শুধু
সেই মানুষটা থাকে জেগে!
যে কিনা 'তুমি' চলে যাওয়ার পর
থেকে একটি রাতও ঘুমাতে পারেনি,
ঘুমাতে যায়নি! এটাই নিয়ম,
ভালবাসার রাতের ঘুম কে সেই দুঃখ
পাওয়া মানুষটা তোমাকে উৎসর্গ
করে দিয়েছে তাঁর নিজের সব ঘুম
তোমার চোখে দিয়ে।
তাইতো সে আছে এবং থাকবে সারা জীবন
রাতজেগে যেন একটিবারের জন্যও
তোমার শান্তির ঘুম নষ্ট না হয়! কারন
একটি নির্ঘুম রাতের
যন্ত্রণা যদি কোনভাবে তুমি বুঝতে পারো তাহলে তোমার
এতো সুখ আর সুখ থাকবেনা।
প্রতিটা মুহূর্ত ঐ দুঃখ পাওয়া মানুষটার
মলিন মুখ তোমার চোখের
সামনে ভেসে উঠবে যা তোমার সুখের
জীবনকে মুহূর্তে লণ্ডভণ্ড করে দিবে!
যা দুঃখ পাওয়া মানুষটা চায় না।
যা আমি চাইনা কোনদিন।
তাইতো নিজেকে সুখী না করে আমার
পাওনা সুখগুলো তোমাকে লিখে দিলাম
যেন কোন না পাওয়ার কষ্ট
তোমাকে কোনদিন স্পর্শ না করে।
তুমি মাঝেমাঝে ফোন দিয়ে আমার
খবর নেয়ার চেষ্টা করো ,কিন্তু
আমি তোমার সেই ফোন ধরি না। যার
জন্য
হয়তো ভাবছো তোমাকে ভুলে গেছি,
নিজেকে সাজিয়ে নিচ্ছি ! কিন্তু
না! তার কিছুই
আমি করিনি এবং করবো না কোনদিন।
কারন আমারতো জীবনে কিছু পাওয়ার
নেই।কিছু চাওয়ারও নেই। যেটুকু
করছি সেইটুকু শুধু বেঁচে থাকার
সময়গুলো পার করার জন্য করছি। তোমার
ফোন না ধরার কারন ২ টি। ১-
নিজেকে অনেক
কষ্টে সামলে নিয়ে কঠিন ও নির্দয় এক
মানুষ
হিসেবে নিজেকে তৈরি করেছি।
যাকে কোন দুঃখকষ্ট
কাঁদাতে পারেনা। যাকে বলে ' অল্প
শোকে কাতর আর অধিক শোকে পাথর'' ।
সেই পাথরটাই হয়েছি। তোমার কণ্ঠ
শুনে নিজেকে সামলে রাখতে পারবো না,হয়তো চোখ
বেয়ে নীরবে অশ্রু
ঝরবে যা তুমি দেখবে না। আর সেই অশ্রু
হয়তো আমার পাথরের মত শক্ত
মনটাকে একটু হলেও নরম
করে দিতে পারে, যা আমি চাইনা।
তাই তোমার কাছ
থেকে পালিয়ে বেড়ানো।
২) আমি 'থিয়েটার নাটক 'এর
চরিত্রে একজন প্রতিভাবান সম্ভাবনাময়
অভিনেতা হলেও তোমার
সাথে কোনদিন অভিনয়
করতে পারিনি আর আজো পারবো না।
তুমি জিজ্ঞেস করবে 'কেমন আছো' ? এই
প্রশ্নের
উত্তরে আমি তোমাকে যদি বলি খুব
ভালো আছি তাহলে সেইটা হবে আমার
নিজের সাথেই নিজের প্রতারণা।
পৃথিবীর কেউ না জানুক,
আমিতো জানি যে ভিতরে ভিতরে আমি কেমন
আছি! তোমার সাথে মিথ্যে কথা ও
ভালো থাকার মিথ্যে অভিনয়
না করার জন্যই এই পালিয়ে থাকা। এর
জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ!
তুমি জানো না! আজ আমি কোথাও
নিজেকে স্থির
করে রাখতে পারিনা। তাইতো আজ
এখানে তো কাল ওখানে এই করে ঘনঘন
চাকরি ছাড়ি! কি করবো বলো?
আমিতো সারাটা জীবন স্থির
থাকতে চেয়েছিলাম। কিন্তু আমার
ভাগ্য যে সেই স্থিরতা নেই
তা কি আমি জানতাম? তাইতো শুধুই
অস্থির ভাবে ছুটে চলা। কিন্তু
একটা জায়গায় আমি ঠিকই স্থির ,
তা হলো 'তুমি' মানে 'তোমাতে' !
যে তোমাকে একদিন
ভালবেসেছিলাম সেই তোমাকেই
আজো ভালবেসে যাচ্ছি।
যে ভালবাসায় তুমি চলে যাবার পরেও
কোনদিন কাউরে জড়াইনি,
জড়াবো না কোনদিন।
বলতে পারো 'জাতে মাতাল
তালে ঠিক' এর মতো। যত কিছুই হোক
সেই তোমারই রয়ে গেছি ও
রয়ে যাবো। তার জন্যই
তো এতো অস্থিরতায়
নিজেকে রাখি সারাক্ষণ যেন কেউ
ভুলেও আমার সাথে জড়ানোর সাহস
না করে। এটাও যদি আমার অপরাধ হয়
তাহলে ক্ষমা করে দিও প্লিজ!
জানিনা! জীবনের কোন
প্রান্তে আবার তোমার সাথে আমার
দেখা হবে! সেদিন হয়তো ২জনের
মাঝে অনেক ব্যবধান থাকবে আর
থাকবে খুব চেনা ,খুব আপন দুটি মানুষ কত
অচেনা ,কত পর হতে পারে সেই প্রশ্নের
জটিল এক সমীকরণ! যেখানে দুজন
চেনাজানা মানুষ সম্পূর্ণ অচেনা রূপে।
যে সমীকরণ এর উত্তর কোনদিন
পাওয়া যাবে না। শুধু দুজনের ভেতর
থাকবে একই হাহাকার আর একই প্রশ্ন ''
ভাগ্যর পরিহাস কেন এতো নির্মম হয়"?
এতোটা পথ কেউ পার হয়েছে একা আর
কেউ পার হয়েছে কোন সাথী নিয়ে!
কে সফল? ঐ একা মানুষটি ?
নাকি সাথী নিয়ে চলা ঐ মানুষটি?
বহুদিন পর হঠাৎ দেখা হবার আনন্দটা এক
নিমিষেই উড়ে মলিন হয়ে যাবে যদি ''
প্রশ্ন করো কেন একা রয়ে গেলে"?
কারন প্রশ্নের জবাব টা তোমার
জানা যা তোমাকে অপরাধীর
কাঠগড়ায় দাঁড় করাবে!
চিঠি দীর্ঘ করে তোমার মূল্যবান সময়
নষ্ট করবো না।
সবশেষে তোমাকে আবারো শুভকামনা ও
ভালোবাসা জানিয়ে বিদায়
নিচ্ছি আর বিশ্বাস রেখো এই
পৃথিবীতে একজন পাগল তোমাকেই
ভালবেসে বেঁচে আছে।
ইতি
তোমার প্রেমে পাগল আরিফ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast