কিছু মানুষ
কিছু মানুষ গভীর রাত পর্যন্ত কারো জন্য
অপেক্ষা করে।
একটা ফোন কলের অপেক্ষা করে,
অথবা একটি মেসেজের,
কিছু মানুষ গভীর রাতে অতীতের
পাতা খুলে বসে।
দেখে হারিয়ে যাওয়া মানুষটার
হাসিভরা মুখের ছবি।
অতীতের ভালোবাসা ভরা টেক্সটের
মিথ্যে ভরা লাইনে চোখ
ভিজিয়ে ফেলে।
কেউ কেউ চোখের
সামনে সবচেয়ে ভালবাসার
মানুষকে পর
হয়ে যেতে দেখে।
ইচ্ছে করে বলতেঃ
"চলে যেয়ো না,,
থেকে যাও।
তোমার নরম হাতের মাঝে আমার শক্ত
হাতটা ধরে রাখো।"
জগতে কিছু মানুষ কাউকেই আপন
করে পায়
না।
বড় বড় ভালোবাসার সমীকরনের উত্তর
মেলে না।
কেবল বিশাল বিশাল পাতার
লেখা গুলোর ওপর একটা লম্বা দাগ
টেনে দেয়া হয়ঃ she/he deceived you!!
Never loved you!!
সত্যি ভালোবাসাটাই অপরাধ
হয়ে দাড়ায়।
তাই
কিছু মানুষ রাতে ঘুমায় না।
ঘুম আসে না।
রাতের আকাশের
মিটিমিটি তারারা যেন
বলতে থাকেঃ
তুমি একা, ভীষণ একা !!
অপেক্ষা করে।
একটা ফোন কলের অপেক্ষা করে,
অথবা একটি মেসেজের,
কিছু মানুষ গভীর রাতে অতীতের
পাতা খুলে বসে।
দেখে হারিয়ে যাওয়া মানুষটার
হাসিভরা মুখের ছবি।
অতীতের ভালোবাসা ভরা টেক্সটের
মিথ্যে ভরা লাইনে চোখ
ভিজিয়ে ফেলে।
কেউ কেউ চোখের
সামনে সবচেয়ে ভালবাসার
মানুষকে পর
হয়ে যেতে দেখে।
ইচ্ছে করে বলতেঃ
"চলে যেয়ো না,,
থেকে যাও।
তোমার নরম হাতের মাঝে আমার শক্ত
হাতটা ধরে রাখো।"
জগতে কিছু মানুষ কাউকেই আপন
করে পায়
না।
বড় বড় ভালোবাসার সমীকরনের উত্তর
মেলে না।
কেবল বিশাল বিশাল পাতার
লেখা গুলোর ওপর একটা লম্বা দাগ
টেনে দেয়া হয়ঃ she/he deceived you!!
Never loved you!!
সত্যি ভালোবাসাটাই অপরাধ
হয়ে দাড়ায়।
তাই
কিছু মানুষ রাতে ঘুমায় না।
ঘুম আসে না।
রাতের আকাশের
মিটিমিটি তারারা যেন
বলতে থাকেঃ
তুমি একা, ভীষণ একা !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫অনেকক্ষণ পরে একটা ভালো কবিতা দেখলাম। বাংলা কবিতায় , এমন ভাবে ইংরেজী লিখলে কোথাও একটা বিচ্যুতি ঘটে। বাক্য দুটো সাধারণ এবং অনায়াসেই বাংলায় লেখা যেত। ভেবে দেখবেন।
-
অভিষেক মিত্র ২৯/০৯/২০১৫দুর্ধর্ষ
-
মোঃ নাজমুল হাসান ২৮/০৯/২০১৫চমৎকার। শুভেচ্ছা কবিকে..
-
সমরেশ সুবোধ পড়্যা ২৮/০৯/২০১৫ভীষণ ভাল লাগলো । শুভেচ্ছা রইল।
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ২৭/০৯/২০১৫ভালোবাসার মানুষটিকে ভেবে রাত জাগার অভিজ্ঞতা ভালো, তবে নিয়মিত করা যাবেনা।
আর ভালোবেসে নিজেকে কষ্ট দেওয়াটাও উচিৎ নয়।
সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। -
রাশেদ খাঁন ২৭/০৯/২০১৫nice
-
শমসের শেখ ২৭/০৯/২০১৫ভালো লাগলো
-
মোঃ মুসা খান ২৭/০৯/২০১৫Very Nice
অসাধারণ.........