www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে চেয়েছি-

তোমাকে চেয়েছি
- মন্টু বিশ্বাস মানিক
প্রেম,মোহ আর ভালবাসার পৃথিবীতে,
তোমাকে চেয়েছি অগণিত বার;
নতুন ঢঙে নতুন রঙে,
চেয়েছি বারংবার।
তোমাকে চেয়েছি-
কাঠফাটা রোদ্রে পিপাসিত পথিক হয়ে,
শীতল জলের ঢেউখেলানো তরীতে,
চিরে যাওয়া মাটির আর্তনাদধ্বনিতে,
তোমাকে চেয়েছি-
চাতকের ন্যায় বৃষ্টির প্রত্যাবর্তনে,
বহুল প্রতিহ্মীত বৃষ্টির শীতল ফোঁটারুপে
তোমাকে চেয়েছি-
বর্ষার হীমশীতল হাওয়ায়,
তোমাকে চেয়েছি-
বর্ষণমুখর সন্ধ্যায় খোশগল্পের সাথী হিসেবে,
তোমাকে চেয়েছি-
শরতের শুভ্র কাশফুলে,
সাদা মেঘের ভেলায়!
হেমন্তের নতুন ধান মঞ্জুরের মিষ্টি সৌরভে,
কার্তিক নাবান্নের আমাজে,
তোমাকে চেয়েছি-
হীমশিতল কুয়াশায়,
চেয়েছি মৃদু রোদ্দুরে,
তোমাকে চেয়েছি-
এই পিঠাপুলির দেশে,উৎসবমুখর বাংলায়,
তোমাকে চেয়েছি-
ফাগুনের রাঙা আগুনে
বাসন্তীর নব পল্লবে নব সাজে,
বসন্তের প্রস্ফুটিত সুগন্ধিময় ফুলকাননে,
তোমাকে চেয়েছি-
ঘুমভাঙা প্রতিটা সকলে আর নির্ঘুম প্রতিটা রাতে,
ঋতুর ন্যায় বদলায়নি আমি।
তোমাকে চেয়েছি প্রতিটা হ্মণে।
দিনের পর দিন,বছরের পর বছর
সর্বদা সবসময়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast