www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Devil Father – ( পর্ব -১৮ )

ন্যান্সি দেওয়ান ©


পুলিশ স্টেশন অন্য রুমে সবাই অপেক্ষা করছে
সামিরা বলল শান্তা আপুকে ।
সামিরাঃ আমি ছোটবেলায় আপনার Wheel Washing Powder TV Advertise দেখতাম আর প্যাকেটের পিছনের আপনার সেই ছবিটা ………
শান্তা ঃ তাই জেনে খুব ভাল লাগলো মামা Powder সুবাদে পেয়েছি আমার ভাল লাগতো যখন প্যাকেটের নিজেকে দেখতাম ,কথা বলতে বলতেই পুলিশ অফিসার তানভীর
এবং অফিসার রনি এসে পড়লো,
শাহাদাত চৌধুরী পরিচয় করিয়ে দিলো তার পরিবারের বাকি সদস্যের সাথে ।
রনি আহমেদ : স্যার, আপনার প্রয়োজনীয় File ১৯৯৩-২০০৫ সালের File গুলো নিয়ে যে Invesgation করে এই বড় সন্ত্রাসী চক্রে পেয়ে গেছি । এই গুলো দেখুন
শাহাদাত চৌধুরী কাছে সব Investigation বের হয়ে আসা মুল কাহিনি ।
রনি আহমেদ : স্যার আপনি সিলেটে গেছিলেন এবং আপনারা সরকারি Quarter এর থাকতেন Mr. অ্যাভনের, সেখানের একটি কলেজ এ ভর্তি করে দেয়া হয়েছিল ।
শাহাদাত চৌধুরী ঃ সেই পরিবেশে অ্যাভন মানিয়ে নিয়ে ছিল ।
রনি আহমেদ : আপনার ছেলে কলেজ ফাঁকি দিয়ে, বিভিন্ন বাজে ছেলেদের সাথে মিশতো,
তার মধ্যে দুইজন ছেলে ছিল "জোঙা "Gang এ সদস্য । অ্যাভনের স্বীকারোক্তিতে তাই বলে দেখেন এই File টি এতে মূল ঘটনার স্পষ্ট ভাবে লেখা আছে এবং তার এই কর্মকাণ্ডে পিছনে মদকদাতা কে ছিল তা সবার কাছে পরিস্কার হয়ে যাবে ।
অ্যাভনের মা ( রুনা চৌধুরী )কাঁদতে লাগলো ,
শান্তা চুপ এবং নিস্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকলো ,মুখে কোনো কথা খুঁজে পেলো না
রুনা চৌধুরী ঃ "আমি খুবই Selfish মহিলা,
শাহাদাত চৌধুরী ঃ আহা, কান্নাকাটি করছো কেন ? আল্লাহর ভরসা ।
তানভীর খালিদ ঃ হ্যাঁ, আল্লাহপাকে শুকরিয়া জানান যে অ্যাভন ভালো হয়ে উঠেছে ।
সামিরাকে হাতে একটা ফাইল দিলো, শাহাদাত চৌধুরী বলল দেখুন Real Criminal নের ছবি
“ জঙ্গাকে -“ যোদ্ধশিশু “ ।
সামিরার জঙ্গার Original ছবি দেখে, তার চোখ ছানাবড়া হয়ে গেল ।
রনি আহমেদ : লুতফল আলি একজন রাজাকার যিনি আপনার ভাইকে পাকিস্তানি সেনাদের কাছে ধরিয়ে দিয়েছিল । মইনুর রহমান কে চিনেন ? রাজাকার, আলবদর বাহিনী নেতা !!!
শাহাদাত চৌধুরী ঃ এক সরকারের শাসন আমলে তিনি নেতা ছিলেন এবং কুকর্মে সাথে যুক্ত ছিলেন, ওই সব রাজাকার , আলবদরা এবং Curropted Police Officer এই দেশে আদিপত বিস্তার করেছিল এবং দাপটের সাথে রাজত্ব করতো “এই দেশের শত্রু তারা এই দেশের “নরপশু” । মইনুর রহমানের উপর ৮ টি আমলা ছিল । কোন প্রমাণ ছাড়া সে বেকসুর খালাস পেয়ে যেত,
রনি আহমেদ : স্যার, আপনি উত্তেজিত হবে না । জঙ্গা ওনারই পালিত সন্তান,সে জানতো আপনি তাকে রিমান্ড হত্যা করেছেন, তাই আপনার উপরে পরিশোধ নিছিলো আপনার ছেলেকে
Trumpcard হিসাবে use করছিলো । মইনুর রহমান হল আসল “Devil Father” Even “জঙ্গা” একজন ধর্ষক এবং সে নাজায়েজ সন্তানের “পিতা “ ……।
তানভীর খালিদ : পাকিস্তানি হানাদার বাহিনি হল মুল –
“Devil Father” জানেন একটা দেশেকে ধ্বংস করতে শত্রুবাহিনী Main Target কি থাকে সেই দেশের মানুষ, সেই দেশের বুদ্ধিজীবী এবংসেই দেশের নারীদের উপরে । “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি “।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই দেশের মেধাবী দামাল ছেলেরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল মাত্র নয় মাসে, এবং ভিয়েতনামের যুদ্ধ চলেছে প্রায়ে লেগেছে ১৯ বছর ৫মাস ,৪ সপ্তাহ ১ দিন ।

চলবে ………
ন্যান্সি দেওয়ান ©
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৭/০৯/২০২১
    খুব সুন্দর,
  • বিধান চন্দ্র ধর ২৭/০৯/২০২১
    চালিয়ে যান
 
Quantcast