www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Devil Father – ( পর্ব -১৭ )

ন্যান্সি দেওয়ান ©
Swimming Pool এর পাশে, সামিরা বলে রিপাকে তাজুল ও হিমির পাশাপাশি দেশ ।
রিপা জানি এবং তাকে বলল তাদের দুইজনের একি মাসে জন্মদিন ।
সামিরা বলে হ্যাঁ, তাজুলের ৫ ই জুলাই আর হিমির ৭ই জুলাই।
রিপা, It’s a টেলিপ্যাথি !
সামিরা ঃ তাদের দুইজনের অ্যাপার্টমেন্টের একই নাম “রোজ “এমন কি কলেজের নাম এক যশোর M M college, খুলনা M M College “Strange Phenomena “ “৫ই”জুলাই এবং ৭ই জুলাই” আমি আজও এই Equation গুলো মেলাতে পারিনি।
রিপা বলে এটা টেলিপ্যাথি ! এই বিশ্ব কতটুকু বা আমরা জানি সব তো সৃষ্টিকর্তা একমাত্র জানেন,সামিরা বলল হিমি সাথে বেশ মিল ছিল, ওর আর আমার ভাবনার সাথে ,দুই তিনদিন তা পরে দেখা যেত, ও সব হিমি তার ফেসবুকে সেই বিষয় গুলো শেয়ার করতো , যা মনে মনে আমি ভেবেছি, ওই বিষয়ে তাকে আমি কিছুই বলিনি কিন্তু মনের কথা জানলো কি করে !!!!!! রিপা, এ সব ব্যাপার জানে তা সত্ত্বেও তার বান্ধুবির কথা শুনছে ।
সামিরা ঃ আমি দোলনায় ঝুলছিলাম। পরের দিন দেখি, ও এক দোলনায় ছবি Facebook Share করেছে । আমাদের রঙের সাথে মিল ছিল
রিপা ঃ সবই আল্লাহপাক জানেন -----
সামিরাঃ অ্যাভন ভাইয়া Birthday 1th July তাকে ভালো করে আমি তার পরিবারে কাছে পাঠাবো,উনি ওনার জীবন থেকে যা হারিয়ে ছিল তা ওনাকে ফিরিয়ে দিবো । তাজুল , হিমি আত্মা তাহলে শান্তি পাবে ,
জলি নাস্তা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে ,সামিরা বলল জলি আপু, আমি পায়জামাটা চেঞ্জ করে আসি, পানিতে ভিজে গেছে , সামিরা এই বলে চলছে গেল ।


সামিরাঃ হ্যালো, আপনি কি ইমরান খান ?
ইমরান খান : জ্বী ।
সামিরা কাছে সব শুনলো
ইমরান খান :Sorry পারবো না ।
সামিরা:আপনি তো ওনার School Friend। আপনাদের কথা অনেক শুনেছি,
ইমরান খান: ছিলাম, ওর মত Drug Addicted, আর আসামি বন্ধু থেকে দূরে থাকা উচিত …….
সামিরা শান্তা আপুকে করলো ফোন দিলো এবং জিজ্ঞাসা করলো জাকারিয়া ভাই ( (অ্যাভনের ফুপাতো ভাই) কোথায় ? ...........
সামিরাঃ জাকারিয়া ভাইকে লাগবে অ্যাভন ভাইয়াকে সুস্থ করার জন্য ওই সাতজন বন্ধুকে দরকার, ওনার হারিয়ে যাওয়া কিশোর কে আনতে তো পারবো না কিন্তু ওই মানুষ গুলো কাছে পেয়ে সে সুস্থ হয়ে যাবে । একজন কে আমি ফোন দিয়েছিলাম, উনি Response করেনি ,
আপনি Try করুন ।
শান্তাঃ ফহুপিদের সাথে আমাদের জমি সংক্রান্ত বেশ জামেলা রয়েছে আর আমারও তো চাই জামেলা মিটে যাক ।


চলবে ………
ন্যান্সি দেওয়ান ©


• আমার উপন্যাসটি কপি করবে না । ইতিমধ্যে আমার Non-Edited ( পর্ব ) কিছু লাইন কপি হয়ে গেছে তা আমি অনেক কিছুতেই লক্ষ্য করেছি ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • It's outstanding.
  • এই ব্লগে তো কপি করা যায় না।
 
Quantcast