আবার দেখা হবে ( পর্ব -৩ )
আবার দেখা হবে ( পর্ব -৩ )
ন্যান্সি দেওয়ান©
রাকা (রাজের ফ্রেন্ড) রাজকে বলল ,তুমি না, খুব স্ট্যাটাস নিয়ে মাথা ঘামালো , তাহলে তুমি এ সব Less Quality মেয়েদের সাথে মিসছো কিভাবে?
জুবায়ের ঃ আমি তো ভাবতেই পারছি না ।
ওরা তোমাকেই রীতিমতো,আমাদের সামনে অপমান করলো আর তুমি বসে বসে ওসব সহ্য করলে তুমি ওই মেয়েটার সাথে কথা বললে , একদম নিচু ক্লাসের হয়ে গেছো।
আমরা তোমার সাথে ফ্রেন্ডশিপ কন্টিনিউ করব না ।
রাজ ঃ আমি ওকে অনেক স্মার্ট মেয়ে ভাবতাম ,আমি Decide করেছি ওর সাথে আর ফ্রেন্ডশিপ কন্টিনিউ করব না।
মানান : (রাজের বন্ধু) That's like Our good buddy is says……
ঊষার সাথে ফোনে কথা বলছে রাজ ।
আমি যা বলতে চাই , যদি তুমি কিছু মনে না করো।
ঊষা ঃ না, না কিছু মনে করব কেন ?
রাজ ঃ আসলে তুমি আমার টাইপের মেয়ে না।
তুমি একবারে ওল্ড ফ্যাশন টাইপ,
ঊষা ঃ আমি তোমাকে আগে বলেছিলাম , আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তোমার সাথে আমার মানায় না ।
রাজ ঃ তাই জন্য, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছি না।
ঊষা ঃ ঠিক আছে , তুমি যা বলবে তাই হবে।
ঊষার সাথে রাজ বন্ধুত্ব ভেঙে দিলো।
রাজ তার সব Social Media ID থেকে ঊষাকে Unfriend করে এবং ব্লক দিয়ে দেয় । ঊষা কিন্তু ঠিকি রাজকে মনে করে তাই অনেক সময় ফোনের দিকে তাকায় কারণ যদি রাজের কোন খুদেবার্তা আসে , হাজার হলেও তো এক বছরে তাদের বন্ধুত্ব ছিল ।
বেশ কয়েক বছর পর
একদিন এয়ারপোর্টে রাজ বসে আছে , লোকাল লাউঞ্জে আর ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে ঊষা আসলো । রাজ ঊষাকে দেখে রীতিমতো থতমত খেয়ে গেল এবং রাজ উঠে তার পিছুপিছু গেল।
ঊষার পার্সোনাল সেক্রেটারী তার সাথে ছিল তার নাম মুনিরা । ঊষাকে অনেক ডিফারেন্ট লাগছে মনে হচ্ছিল না , সেই আগের ঊষা, তার মধ্যে এখন অনেক তফাত ।
ঊষার পরনে এখন আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে , মাথায় কোন হেজাব নেই তার চোখে চশমা তা বেশ দামি, তাকে খুব সুন্দর লাগছিল ।
রাজ ঊষার কাছে যেয়ে দাঁড়ালো আর বলে উঠলো “ Hi “ঊষা। আমাকে চিনতে পেরেছ ?
ঊষা বলে উঠলো Yes, how are you?
রাজ: আমি মোটেও ভালো নেই।
ঊষা তার পার্সোনাল সেক্রেটারিকে তখন যেতে বলল ,
রাজ ঃ আমার মা মারা গেছে ,আমার বাবা এখন প্যারালাইস।
আমাদের বিজনেস সব শেষ হয়ে গেছে ।
ঊষা ঃ ও আচ্ছা , রাজ ঊষার মাঝে কোনো রিয়্যাকশন দেখতে পেয়ে পাইনি ।
রাজ ঃ তুমি কোথায় যাচ্ছ?
ঊষা ঃ যশোর ,
রাজ ঃকেন ?
ঊষা ঃ আমি একটি ইংরেজি ম্যাগাজিনের জার্নালিস্ট ,সেখানকার কিছু ঐতিহ্যর বাহি জায়গার উপরে একটা কাভার স্টরি করবো তাই যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ি যশোর, খুলনাতে।
ঊষা রাজের একটু জিজ্ঞাসা করল না যে সে Airport এসেছে এবং কোথায় যাচ্ছে ?
রাজ বলল তোমার সাথে আমার সেদিন ওর রকম করা উচিৎ হয়নি , আমি আমার ভুল
বুঝতে পেরেছি ।
ঊষাঃ Past is Past.
রাজের তার মুখটা দেখে মনে হয়েছে , সে ( মনে মনে ) খুশি হয়নি।
রাজ : তোমার স্বামী কি করে?
ঊষা : একটা বেসরকারি টিভি চ্যানেলে,বড় পোস্টে আছে।
রাজ : তোমার স্বামীকে দেখছি না ?
ঊষা : Actually ওর শুটিংয়ে আছে। আচ্ছা আমি তাহলে আমার লাউঞ্জে যাই ।
রাজ : Okay
রাজ লোকাল লাউঞ্জে যে বসে পড়লো আর মনে মনে ভাবলো ” ইস” আমারতো কিছু টাকার প্রয়োজন ছিল আমি ঊষাকে বলতেই পারতাম । এত বড়লোক হয়ে গেছো ঊষা ।
---চলবে---
ছবি ঃ সংগৃহীত
ন্যান্সি দেওয়ান ©
ন্যান্সি দেওয়ান©
রাকা (রাজের ফ্রেন্ড) রাজকে বলল ,তুমি না, খুব স্ট্যাটাস নিয়ে মাথা ঘামালো , তাহলে তুমি এ সব Less Quality মেয়েদের সাথে মিসছো কিভাবে?
জুবায়ের ঃ আমি তো ভাবতেই পারছি না ।
ওরা তোমাকেই রীতিমতো,আমাদের সামনে অপমান করলো আর তুমি বসে বসে ওসব সহ্য করলে তুমি ওই মেয়েটার সাথে কথা বললে , একদম নিচু ক্লাসের হয়ে গেছো।
আমরা তোমার সাথে ফ্রেন্ডশিপ কন্টিনিউ করব না ।
রাজ ঃ আমি ওকে অনেক স্মার্ট মেয়ে ভাবতাম ,আমি Decide করেছি ওর সাথে আর ফ্রেন্ডশিপ কন্টিনিউ করব না।
মানান : (রাজের বন্ধু) That's like Our good buddy is says……
ঊষার সাথে ফোনে কথা বলছে রাজ ।
আমি যা বলতে চাই , যদি তুমি কিছু মনে না করো।
ঊষা ঃ না, না কিছু মনে করব কেন ?
রাজ ঃ আসলে তুমি আমার টাইপের মেয়ে না।
তুমি একবারে ওল্ড ফ্যাশন টাইপ,
ঊষা ঃ আমি তোমাকে আগে বলেছিলাম , আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তোমার সাথে আমার মানায় না ।
রাজ ঃ তাই জন্য, আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছি না।
ঊষা ঃ ঠিক আছে , তুমি যা বলবে তাই হবে।
ঊষার সাথে রাজ বন্ধুত্ব ভেঙে দিলো।
রাজ তার সব Social Media ID থেকে ঊষাকে Unfriend করে এবং ব্লক দিয়ে দেয় । ঊষা কিন্তু ঠিকি রাজকে মনে করে তাই অনেক সময় ফোনের দিকে তাকায় কারণ যদি রাজের কোন খুদেবার্তা আসে , হাজার হলেও তো এক বছরে তাদের বন্ধুত্ব ছিল ।
বেশ কয়েক বছর পর
একদিন এয়ারপোর্টে রাজ বসে আছে , লোকাল লাউঞ্জে আর ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে ঊষা আসলো । রাজ ঊষাকে দেখে রীতিমতো থতমত খেয়ে গেল এবং রাজ উঠে তার পিছুপিছু গেল।
ঊষার পার্সোনাল সেক্রেটারী তার সাথে ছিল তার নাম মুনিরা । ঊষাকে অনেক ডিফারেন্ট লাগছে মনে হচ্ছিল না , সেই আগের ঊষা, তার মধ্যে এখন অনেক তফাত ।
ঊষার পরনে এখন আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে , মাথায় কোন হেজাব নেই তার চোখে চশমা তা বেশ দামি, তাকে খুব সুন্দর লাগছিল ।
রাজ ঊষার কাছে যেয়ে দাঁড়ালো আর বলে উঠলো “ Hi “ঊষা। আমাকে চিনতে পেরেছ ?
ঊষা বলে উঠলো Yes, how are you?
রাজ: আমি মোটেও ভালো নেই।
ঊষা তার পার্সোনাল সেক্রেটারিকে তখন যেতে বলল ,
রাজ ঃ আমার মা মারা গেছে ,আমার বাবা এখন প্যারালাইস।
আমাদের বিজনেস সব শেষ হয়ে গেছে ।
ঊষা ঃ ও আচ্ছা , রাজ ঊষার মাঝে কোনো রিয়্যাকশন দেখতে পেয়ে পাইনি ।
রাজ ঃ তুমি কোথায় যাচ্ছ?
ঊষা ঃ যশোর ,
রাজ ঃকেন ?
ঊষা ঃ আমি একটি ইংরেজি ম্যাগাজিনের জার্নালিস্ট ,সেখানকার কিছু ঐতিহ্যর বাহি জায়গার উপরে একটা কাভার স্টরি করবো তাই যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ি যশোর, খুলনাতে।
ঊষা রাজের একটু জিজ্ঞাসা করল না যে সে Airport এসেছে এবং কোথায় যাচ্ছে ?
রাজ বলল তোমার সাথে আমার সেদিন ওর রকম করা উচিৎ হয়নি , আমি আমার ভুল
বুঝতে পেরেছি ।
ঊষাঃ Past is Past.
রাজের তার মুখটা দেখে মনে হয়েছে , সে ( মনে মনে ) খুশি হয়নি।
রাজ : তোমার স্বামী কি করে?
ঊষা : একটা বেসরকারি টিভি চ্যানেলে,বড় পোস্টে আছে।
রাজ : তোমার স্বামীকে দেখছি না ?
ঊষা : Actually ওর শুটিংয়ে আছে। আচ্ছা আমি তাহলে আমার লাউঞ্জে যাই ।
রাজ : Okay
রাজ লোকাল লাউঞ্জে যে বসে পড়লো আর মনে মনে ভাবলো ” ইস” আমারতো কিছু টাকার প্রয়োজন ছিল আমি ঊষাকে বলতেই পারতাম । এত বড়লোক হয়ে গেছো ঊষা ।
---চলবে---
ছবি ঃ সংগৃহীত
ন্যান্সি দেওয়ান ©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৩/০৯/২০২১বেশ ....... (এরপর?)
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৯/২০২১নাটকীয়!
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২১অসাধারণ