www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবার দেখা হবে ( পর্ব -২)

ছোট গল্প
ন্যান্সি দেওয়ান©


ঊষা তার বান্ধবী লাবনী ও পাপিয়াকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়লো এবং রাজের টেবিলের সামনে এসে দাঁড়ালো।
এই প্রথম রাজ তাকে, দেখলো সে অবাক হয়ে তাকিয়ে থাকলো , সে কল্পনা করেছিল , ঊষা অনেক স্মার্ট মেয়ে হবে কিন্তু তাকে সামনে থেকে দেখে সেই ধারণা বদলে গেল, সত্যিই বিপরীত মেরুর বাসিন্দা , কোন আধুনিকতার ছিটাফোটা নেই তার মধ্যে এবং তার বান্ধবীদের ঠিক এক অবস্থা । আমি এতদিন ধরে এই খ্যাতের সাথে কথা বলতাম ছিঃ ( রাজ ভাবছিলো ঊষাকে দেখার পর ) রাজের, মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল তখন ,ঊষা সকালের সাথে বেশ খুশি মনেই কথা বলছিল ।
( রাজ ভাবছে )ভাগ্যিস এই মেয়ের প্রেমে পরিনি, অবশ্য ঊষা আমাকে আগে থেকে মানা করেছিলো এর জন্য ওকে ধন্যবাদ দিতে হয়......ফেইসবুকের বেশ মানান সই Educational পোস্ট দেয় দেখি তো, আর বাস্তবে মেয়েটি পুরোই আনস্মার্ট, শুধু লেখাপড়াই করছে !!!
রেস্টুরেন্টে রাজের সাথে অন্য বন্ধু, বান্ধুবিরা সেখানে উপস্থিত ছিল । ঊষা ও তার বান্ধবীদের জামা কাপড় নিয়ে যে তারা নিজেরা হাসিঠ্যাটা করে কথা বলছিলো তা শুনে রাজ লাজ্জ পায় ।
ঊষা পরিষ্কার বুঝাতে পারলো যে সাথে তার দেখা করা ঠিক হয়েনি কারণ সে ও তার দুই বান্ধবীদের নিয়ে তামাশা করবেই বা কেন, কারণ তাদের পরনে ছিল সাধারন পোশাক , আর তাদের মাথায়ে ছিল হেজাব এবং তাদের হাতে ছিল গাউছিয়ায় মার্কেটে ফুটপাতের দোকানে রাখা ব্যাগ ।
রাজ বলল তোমাদের আসতে দেরি হচ্ছে বলে , আমি খাবার অর্ডার করে দিয়েছি , আমার দুই বান্ধবীর পছন্দ খাবার SeaFood ……… আচ্ছা এই খাবার , খেতে আপত্তি নেই তো ?
লাবনী বলল SeaFood কি ধরনের ?
রাজঃ I mean Baby Squid and Crab and with Chili Sauce.
ঊষা বলে উঠলো না মানে, এগুলোতো খাওয়া ইসলামিক শরীইয়াতে খাওয়া জায়েজ না।
পলিন ( রাজের বান্ধবী ) ঃ আমরা তো এগুলো খাই খুব Delicious হয় ,
ইতিমধ্যে খাবার চলে আসলো ।
ঊষা ও তার বান্ধবীরা কোন খাবার মুখে না তুললো Cold Drink খেলো ,
কিন্তু অন্য সবাই খেতে শুরু করল।
রাজ ঃ তোমরা কোল্ড্রিংসের সাথে কিছু খাবে ? Pizza Or Anything Else ....Order করবো ……।
ঊষা : না, ঠিক আছে।
কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে পাপিয়া বলল উঠলো “ছয়টা” বাজে ।
আচ্ছা তাহলে এখন আমরা চলি, ঊষা বলল রাজকে ।
রাজ ঃ তোমার সাথে আজকেই আমার প্রথম দেখা হয়েছে , এখনি চলে যাবে কেন ? আমি তোমাদের বাসায়ে ছেড়ে দিবো, Don’t Worry তা যতই রাত হোক ।
ঊষা ঃ না,না, আমরা বিকেলের পর সন্ধ্যায় বাসার বাহিরে , থাকি না আমরা বাসে চড়ে চলে যেতে পারবো ।


---চলবে---
ছবি ঃ সংগৃহীত
ন্যান্সি দেওয়ান ©
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নবীন মাহমুদ ১১/০৯/২০২১
    বাহ্! চমৎকার একটি গল্প
 
Quantcast