Devil Father – ( পর্ব -১৬ )
Devil Father – ( পর্ব -১৬ )
ন্যান্সি দেওয়ান ©
( অন্যদিন বাইরে )
উর্মিকে চয়ন কথাগুলো বলে,
( অ্যাপোলো হসপিটাল )
সিদ্দিক মামা নিজে রুগী সেজে আকাশকে নিয়ে সামিরার Chamber ডুকে ।
সামিরা : আসসালামুয়ালাইকুম আঙ্কেল
সিদ্দিক মামা: ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ?
সামিরা: আমি ভালো আছি খালু ।
সামিরা: কি অসুবিধা ?
সিদ্দিক মামা তাকে সব খুলে বলল আকাশের ব্যাপারটা এবং সামিরাকে অনুরোধ
সামিরা বলল মামা ঠিক নাজনিনকে বলে রাখবো ।
সাবরিনা ফোন করলো USA থেকে
সাবরিনা : তুই যে, লোকটার ফটো পাঠিয়েছি, আমি তাকে চিনি “ আমি ভুলে গেছিলাম । ইউনিভার্সিটিতে পরতাম ওনার সাথে আমার ফোনে কথা, হতো।
সামিরাঃ ভালবাসা ?
সাবরিনা ঃ আমি জানতাম সে অপরাধী …… তাওহীদের সাথে relation হওয়ার পর ,অ্যাভনকে ভুলেই গেছি, দ্যাখ, আমি তাওহীকে বিয়ে করে সুখি ।
সামিরাঃ সাবরিনা, তুই আমাকে সাহায্য করিশ ।
Swimming Pool সামিরা তার পা পানিতে ভিজিয়ে নাড়াচ্ছে ।পাশে রিপা বসা । জলি, তখন খাবার নিয়ে আসতে গেছে । Swimming Pool আশেপাশে Wall Glass …..Garden light গুলো জ্বলে উঠছে
রিপা ঃ তোর Mood Off কেন ? তাজুল , হিমি কথা মনে পড়েছে ?
সামিরা ঃ ঠিক, ওই যে আকাশের ওরা দুইজন
তারা, হয়ে মিটমিট করে জ্বলছে , নানি বলতো যারা মারা যায় তারা
আকাশের তারা হয়ে যায় ।
চলবে ………
ন্যান্সি দেওয়ান ©
• আমার উপন্যাসটি কপি করবে না । ইতিমধ্যে আমার Non-Edited ( Part ) কিছু লাইন কপি হয়ে গেছে তা আমি অনেক কিছুতেই লক্ষ্য করেছি ।
ন্যান্সি দেওয়ান ©
( অন্যদিন বাইরে )
উর্মিকে চয়ন কথাগুলো বলে,
( অ্যাপোলো হসপিটাল )
সিদ্দিক মামা নিজে রুগী সেজে আকাশকে নিয়ে সামিরার Chamber ডুকে ।
সামিরা : আসসালামুয়ালাইকুম আঙ্কেল
সিদ্দিক মামা: ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ?
সামিরা: আমি ভালো আছি খালু ।
সামিরা: কি অসুবিধা ?
সিদ্দিক মামা তাকে সব খুলে বলল আকাশের ব্যাপারটা এবং সামিরাকে অনুরোধ
সামিরা বলল মামা ঠিক নাজনিনকে বলে রাখবো ।
সাবরিনা ফোন করলো USA থেকে
সাবরিনা : তুই যে, লোকটার ফটো পাঠিয়েছি, আমি তাকে চিনি “ আমি ভুলে গেছিলাম । ইউনিভার্সিটিতে পরতাম ওনার সাথে আমার ফোনে কথা, হতো।
সামিরাঃ ভালবাসা ?
সাবরিনা ঃ আমি জানতাম সে অপরাধী …… তাওহীদের সাথে relation হওয়ার পর ,অ্যাভনকে ভুলেই গেছি, দ্যাখ, আমি তাওহীকে বিয়ে করে সুখি ।
সামিরাঃ সাবরিনা, তুই আমাকে সাহায্য করিশ ।
Swimming Pool সামিরা তার পা পানিতে ভিজিয়ে নাড়াচ্ছে ।পাশে রিপা বসা । জলি, তখন খাবার নিয়ে আসতে গেছে । Swimming Pool আশেপাশে Wall Glass …..Garden light গুলো জ্বলে উঠছে
রিপা ঃ তোর Mood Off কেন ? তাজুল , হিমি কথা মনে পড়েছে ?
সামিরা ঃ ঠিক, ওই যে আকাশের ওরা দুইজন
তারা, হয়ে মিটমিট করে জ্বলছে , নানি বলতো যারা মারা যায় তারা
আকাশের তারা হয়ে যায় ।
চলবে ………
ন্যান্সি দেওয়ান ©
• আমার উপন্যাসটি কপি করবে না । ইতিমধ্যে আমার Non-Edited ( Part ) কিছু লাইন কপি হয়ে গেছে তা আমি অনেক কিছুতেই লক্ষ্য করেছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০২১ব্লগের লেখা তো কপি করা যায় না।
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২১চমৎকার