www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় নাটক ছোট লেখা সমূহ

" বরণ "

আমাদের সবার প্রিয় নাটক ইতিমধ্যে হয়ে গেছে কারণ এই নাটকের মাধ্যমে শিক্ষণীয় কিছু বিষয় যা অচিরে মানুষকে মনকে নাড়িয়ে দিয়েছে, এতো সুন্দর নায়ক, নায়িকা, এই প্রথম আবির্ভাব ঘটেছে কোনো সিরিয়েলে । আমরা সবাই এখন Automatic হয়ে গেছি, আমাদের মাঝে সেই মমতা মাখা আদরে পরশ হারিয়ে যাচ্ছে । টাকা-পয়সা বা আভিজাত্য সব কিছু না ...... শান্তি হল আসল " ভালবাসা " সবাইকে কাছে নিয়ে নিজের করে পাওয়া, আশা, আন্তরিকতা ।

কমলে ঃ ন্যান্সি দেওয়ান .........

কিছু কথা ঃ
সব মেয়েদের বউ সাজবার শখ থাকে,
অনেকের ভাগ্যে জুটে তার পছন্দ করা পাত্র
আর অনেকের ভাগ্যে তাদের পছন্দের পাত্রের সাথে বিয়ে হয় না ।
বিয়ে হলেও তারা সুখি হয়ে না ।
এই বউ সাজার স্বপ্ন, আজীবনের মতন স্থগিত হয়ে যায় তাদের জীবনে, তারপরও বলব, জীবন হল "একটা ডায়েরি পাতার মত "
প্রতিটি পাতায় জীবন নামের কাহিনী লেখা হয়,
অপ্রাপ্তি পাওনা গুলো রয়ে যায়, জীবন নামের "ডায়েরি" পাতায়।
“যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো আরও সুন্দর লাগবে গো =========


" মন ফাল্গুন " নাটকটি অবিলম্বে বন্ধ করবার নির্দেশ (Notice ).........
আমি ছোটবেলা প্রেম বিষয়টি নিয়ে বিরোধিতা করছি ( পর্ব
( লেখিকা / কবি -ন্যান্সি দেওয়ান )

স্টার জলসা টিভি চ্যানেল কে আমি চিঠি লিখে অনুরোধ করবো , আমার চিঠির বিষয় থাকবে " মন ফাল্গুন " নাটকটি অবিলম্বে বন্ধ করবার
নির্দেশ । ছোটবেলার " ফিরে পাওয়া ভালবাসা " একটা Sensitive বিষয়, অনেক নাটক / সিনেমা নির্মাণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে । " আর লুকানো ভালবাসাকে সবার সামনে প্রকাশ করা বা উপস্থিত করা " এটাও একটা Sensitive বিষয় হতে পারে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ
করা করবে । নাটক/ সিনেমার মোর গুড়ে যাবে সৃষ্টি হবে নাটক/ সিনেমার " নতুন সূচনা " । দ্বিতীয় ভালোবাসার সেই সব করুন কাহিনী যা আপনাদের কাছে অজানা থাকে । আর যখন এই সব Victim আত্বহরণ করেন তখন এই সব কাহিনী পেয়ে যায় এবং আলোচনায় আসে ।
প্রকাশ পাবে ওই সব ছেলে বা মেয়েদের আর্তনাদ, কান্না এবং তাদের পরিবারের বয়ে যাওয়া নৃশংস চিত্র। যারা " ছোটবেলার প্রেমকে সামনে Signboard রেখে ঘুরে বেড়ায়ে এই সমাজকে মাঝে, তাদের মুখোশ খুলে যাবে এবং বেরিয়ে আসবে সত সত ছেলে মেয়েদের কান্না,বা নির্যাতনের কাহিনি,আত্মহত্যার, অপহরণের কাহিনী যা আপনাদের কাছে অজানা । ছোটবেলায় কখনই ভালবাসা হয় না,হয় বন্ধুক্ত । দর্শকরা তো মানুষের একটা Side দেখবে এই সব নাটকের ? এ সব নাটকের জন্য আমাদের সমাজের মানুষরা Demotivated হয়েছে । নির্মাতারা এই সব Sensitive Issue নিয়ে নাটক বানানো উচিত না । এই সব নাটক যুব সমাজকে রসাতলে দিকে নিয়ে যাচ্ছে , এই দেখে বাড়ছে কিশোরে অপরাধ, ধর্ষণ, অপহরণের মত গুরতর অপরাধ । আজকের শিশু - কিশোররা হল আমাদের আগামী দিনের ভবিষৎ তাদের সামনে শিক্ষা বিষয় গুলো তুলতে দরুন । তাদের উদ্ভোধ করুন সঠিক পথ চিনে নিতে মন ফাল্গুনের Promo তে একজন মহিলা ভালবাসার মানুষসের দেয়া গোলাপ ফুলটি " The Prophet " নামক বইটির মধ্যে রাখছে । ধরেন, সেই মহিলার ভালোবাসার মানুষটি যদি অন্য কোনো মেয়ের সাথে (অসভ্ভতার আচরণ ) কাজের সাথে জড়িত থাকে,তাহলে
" The Prophet " নামক বইয়ের মধ্যে ফুলটি রেখে কি হবে। Promo তৈরি করবার আগে ভাল করে দেখে Promo তৈরি করা ভাল । =============

গৃহপরিচালিকাদের উপরে অনেক অন্যায় অবিচার চলে কিন্তু তাদের নিয়ে কেউ প্রতিবাদ করে না যদিও বা কেউ প্রতিবাদ করতে চাই, তখন অন্যরাও বলে কেন? সেই ব্যাক্তিটি আগ বাড়িয়ে গিয়ে গৃহপরিচারিকাদের জন্য কথা বলছে । আচ্ছা, তারা কি মানুষ না? তারাও তো মানুষ।
তাহলে একজন ক্রীতদাস এবং গৃহপরিচালিকাদের মধ্যে তফাৎ কি রইলো? । গৃহপরিচালকা ও গৃহপরিচালিকারা পেটের দায়ে মানুষের বাসায় কাজ করতে আসে ।
============
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৩৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ২৯/০৮/২০২১
    হয়তো এটাই নিয়ম।
  • সুন্দর
  • সময়ের সাথে সব কিছু পরিবর্তিত হবে এটাই নিয়ম।
  • মানুষ এখন খুব দ্রুতগামী।
 
Quantcast