Devil Father ( পর্ব- ১০)
Devil Father – ( পর্ব -১০ )
ন্যান্সি দেওয়ান ©
...........................
সামিরাদের আরেক বান্ধবী সারাহ , ঢাকা চলে এসেছে ……………।।
সামিরা, রিপা,নাজনীন, সারাহ এক সাথে হয়েছে …………।।
শপিং মলে শপিং করছে । food court এ খাওয়া-দাওয়া, Group selfie তুলছে ! ......প্রিয় মুহূতের ছবি গুলো Facebook আপলোড করছে ।
কলেজ জীবনে চার বান্ধবী নাজনীন, সারাহ , রিপা,সামিরা, এবং সামিরার একটা স্কুলের বান্ধবী আছে সাব্রিনা , বর্তমানে Boston Massachusetts USA থাকে । ওই চার বান্ধবীকে দেখে মনে হচ্ছিল তারা সেই কলেজ জীবনে ফিরে গেছে। সামিরা ছোটবেলায় আর্ট শিখতো ,
শিশু একাডেমীতে এবং নাচ শিখতো ,পরে পারিবিক কারণে আর্ট ও নাচ শিখতে পারেনি।
কিন্তু গানের স্কুলে ভর্তি হয়ে গান শিখেছে ।
মধুমতি মডেল টাউন। “পান্ত রিসোর্ট”,
এক তলা বিল্ডিং ,সামনের মাঠ ,Swimming pool তার এক পাশে ফুলের বাগান ।,
“গায়ে হলুদের” স্টেজ ফুলে ফুলে, সাজানো। DJ গান বাজছে ।
স্টেজের নিচে গানের তালে তালে ছেলে মেয়েরা নাচচ্ছে ।
তামান্না খালা ,খালুকে জিজ্ঞাসা করলো “চয়ন ,আকাশ কি ঊর্মি্র কথা ?
তামান্না খালা বলল “চয়ন ,আকাশ খুব কষ্ট করছে ।
সিদ্দিক মামা চয়নকে ফোন দিলো । ফোন ধরলো চয়ন...........
সিদ্দিক মামা ঃ তোমরা কতদূরে ?
চয়ন ঃ মামা মিরপুর – ১ রাস্তা থেকে মাজার রোডে, পার হয়েছি গাবতলি ,
ঊর্মি আমাদের সাথে ।
সিদ্দিক মামা ঃ তোমাদের মামী জিজ্ঞাসা করছিল ।
সন্ধ্যাবেলা .........চারিদিক আলোকিত, জলমল করেছে স্টেজ.........
স্টেজ থেকে Annoucement …………
অথৈ আর মারুফের গায়ের হলুদের পর্ব শুরু হবে । আপনারা সবাই দাঁড়ান,গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে ।
সবাই বর ও কনেকে গায়ে হলুদ দিলো …।।
হঠাৎ সামিরার দিকে আকাশের নজর পরল, সে চমকে উঠলো, এই মেয়েটি
যাকে সে স্বপ্নে দেখেছে , আজও সেই তার সামনে , সবুজ রঙের শাড়ী পরে ।
গায়ে হলুদ দেয়া শেষ। Annoucement ……।।
প্রিয় সুধী,
( মানুষের হাসাহাসি শব্দ ) ............
আমরা মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ।
এখন আপনাদের দেখবেন একটি “সম্মিত নাচ “ -Senoir vs Junior মধ্যে ।
আমরা ছোট ভাইরা যারা এখন কলেজ , ভারিসিটিতে পড়ছি । তারা, নাচবো আমাদের মিষ্টি আপুদের সাথে । যারা ২0১০ সালে তাদের কলেজে (Group Dance ) করতো –
Ready তো ?
( হই হুলইর চলেছে )
(Group Dance ) করতে স্টেজে ৮ জন এসে দাঁড়ালো " Local Bus / Jatrabala “
......মিউজিক
(স্টেজ পারফরম্যান্স শুরু )
স্টেজে ওই চারজন এবং তাদের ছোট ভাইরা
একসাথে ,নাচছে ............।।
গান ............
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস “
আকাশ স্টেজের দিকে তাকিয়ে আছে অবাক চোখে ।
( স্টেজ পারফরম্যান্স চলতে থাকে )
সে কালের গান ………… ।।
প্রেমিক পুরুষ আয়রে রহিম মিয়া
রূপবানে নাচে কোমর দুলাইয়া
আকাশ ওদের স্টেজ পারফরম্যান্সতা মোবাইলে রেকর্ড করলো।
Group Dance শেষ হল ।
স্টেজের উঠে Mac নিয়ে শহীদ মামা ( অথৈর বাবা ) বলল আমি অভিভূত .........
দারুন পারফরম্যান্স একটা দেখলাম ।
সবাই বলল, Once More ………… আবার ৮ জন সবার অনুরোধে স্টেজে উঠলো
আবার একি গান চলছে ,
নাচ শেষ .........
Annoucement
দারুন Damaka Group পারফরম্যান্স ছিল । Dance কোরিওগ্রাফার ছিলেন শশী ।
আকাশ সামিরার অনেকগুলো ছবি তুলেছে । Suddenly আকাশ সামিরাকে খুজে পেল না,
হুমড়ি খেয়ে পড়লো এক মহিলার গায়ে ।
মহিলাঃ আরে, কি দেখে চলতে পারেন না ?
আকাশ ঃ Sorry !
মহিলা বরের আত্মীয়,
সেই ৮ জন swimming pool এর পাশে Group selfie তুলছে ।
আকাশ সেদিকে গেল ।
ফুলের ঝোপের কাছে দাঁড়িয়ে মোবাইলে সামিরার ছবি তুলছে ।
চয়ন ও উর্মি আকাশকে না পেয়ে, পিছনে ফিরে দেখে আকাশ
তার মোবাইল দিয়ে ছবি তুলছে ।
উর্মিঃ ভাইয়া, আপনি এখানে ওদিকে বর পক্ষের আত্মীয় সাথে গণ্ডগোল লাগিয়ে দিয়ে আর এখানে এসে নাজনীন আপুর বান্ধবীদের ছবি তুলছেন, মেয়েদের অনুমতি ছাড়া ছবি তোলা অপরাধ ।
আকাশ রেগে বলল কিসের অপরাধ ?
চয়নঃ আব্বাজান, ভালো হয়ে যান ।
আকাশঃ হ্যাঁ ! কি ??
উর্মি আকাশের হাত থেকে mobile টা, নিয়ে চয়নকে দেখালো, ( নিজের মধ্যে ঠাট্টা- তামাশা করতে শুরু করলো) সামিরা আকাশের সামনে দিয়ে হেঁটে চলে গেল।
আকাশ তার দিকে তাকিয়ে , চয়ন আকাশকে ধাক্কা দিলো ।
আকাশ বলল ওই মেয়েটিকে স্বপ্নে আমি দেখেছি । উর্মি ও চয়ন হাসছে ।
চয়ন বলল, সামিরা আপু তার সাথে আমাদের পরিচয় আছে কথা হয়েনি, মনে করে দ্যাখ, আকাশ তুই অনেক মেয়েদের নিয়ে busy থাকিস, তোর তাই মনে নেই , উনি TV তে আসে,
উর্মি তার মাথা নাড়ালো ।
উর্মিঃ আষাঢ়ে গল্প , ভাইয়া আমি একটু পরে, চলে যাব ।
চয়নঃ এর আগে তুই “ প্রমিতিকে নিয়ে “ স্বপ্নে দেখেছিস ।
উর্মিঃ হেসে বলল “প্রমিতি “ ।
আকাশঃ ফালতু কথা ।
সিদ্দিক মামা টেবিলে বসে বহানি খাচ্ছিল, চয়ন মুখে আকাশের স্বপ্নের কথা শুনে , হাসতে হাসতে উঠলো বলে “সামি” ( সামিরার ডাক নাম) সামিরাকে ডাকছি , আবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিবো ।
চয়নঃ যাক, আকাশ ভাইয়ের স্বপ্ন solve !
উর্মিঃ Dreamgirl হাজির (হাসতে হাসতে বলল )
রাত এগারোটা।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ।
সুইমিং পুলের পাশে কেউ কেউ চেয়ার-টেবিলে বসে আছে আবার কেউ ukulele বাজিয়ে, গান গাইছে । উর্মি চলে গেছে অনেকক্ষণ আগে । চয়নের সাথে ।
চয়ন উর্মিকে তার বাসায়ে দিয়ে, নিজের বাসায় চলে যাবে।
আকাশে পূর্ণিমা চাঁদ । পূর্ণিমার আলো সুইমিং পুলের পানির এসে পড়েছে ।
আকাশ জিজ্ঞাসা করলো মামিকে “সামিরাকে কই ? “
তামান্না মামীকে তার ভাগ্নি নাজনীনকে ফোন করে ঢেকে অনালো ।
নাজনীন এসেছে দাঁড়ালো
নাজনীনঃ বলল কি বলবে ।.........
তামান্না মামীঃ তোমার বান্ধবীদের দেখছি না ?
নাজনীন ঃ ওরা চলে গেছে। ওদের Parent সাথে ।
শুধু সারাহ আছে, খালু কোথায়?
তামান্না খালা ঃ আড্ডা দিচ্ছে এদিকে “ কোথায়” ।
নাজনীনঃ খালা আমি ঘুমাতে যাই ।
আকাশের মুখটা তখন শুকিয়ে গেল। আকাশের (mood off )
আকাশ মনে মনে ভাবছে “আমি ফালতু এখানে থেকে গেলাম ।“
চলবে
ন্যান্সি দেওয়ান ©
ন্যান্সি দেওয়ান ©
...........................
সামিরাদের আরেক বান্ধবী সারাহ , ঢাকা চলে এসেছে ……………।।
সামিরা, রিপা,নাজনীন, সারাহ এক সাথে হয়েছে …………।।
শপিং মলে শপিং করছে । food court এ খাওয়া-দাওয়া, Group selfie তুলছে ! ......প্রিয় মুহূতের ছবি গুলো Facebook আপলোড করছে ।
কলেজ জীবনে চার বান্ধবী নাজনীন, সারাহ , রিপা,সামিরা, এবং সামিরার একটা স্কুলের বান্ধবী আছে সাব্রিনা , বর্তমানে Boston Massachusetts USA থাকে । ওই চার বান্ধবীকে দেখে মনে হচ্ছিল তারা সেই কলেজ জীবনে ফিরে গেছে। সামিরা ছোটবেলায় আর্ট শিখতো ,
শিশু একাডেমীতে এবং নাচ শিখতো ,পরে পারিবিক কারণে আর্ট ও নাচ শিখতে পারেনি।
কিন্তু গানের স্কুলে ভর্তি হয়ে গান শিখেছে ।
মধুমতি মডেল টাউন। “পান্ত রিসোর্ট”,
এক তলা বিল্ডিং ,সামনের মাঠ ,Swimming pool তার এক পাশে ফুলের বাগান ।,
“গায়ে হলুদের” স্টেজ ফুলে ফুলে, সাজানো। DJ গান বাজছে ।
স্টেজের নিচে গানের তালে তালে ছেলে মেয়েরা নাচচ্ছে ।
তামান্না খালা ,খালুকে জিজ্ঞাসা করলো “চয়ন ,আকাশ কি ঊর্মি্র কথা ?
তামান্না খালা বলল “চয়ন ,আকাশ খুব কষ্ট করছে ।
সিদ্দিক মামা চয়নকে ফোন দিলো । ফোন ধরলো চয়ন...........
সিদ্দিক মামা ঃ তোমরা কতদূরে ?
চয়ন ঃ মামা মিরপুর – ১ রাস্তা থেকে মাজার রোডে, পার হয়েছি গাবতলি ,
ঊর্মি আমাদের সাথে ।
সিদ্দিক মামা ঃ তোমাদের মামী জিজ্ঞাসা করছিল ।
সন্ধ্যাবেলা .........চারিদিক আলোকিত, জলমল করেছে স্টেজ.........
স্টেজ থেকে Annoucement …………
অথৈ আর মারুফের গায়ের হলুদের পর্ব শুরু হবে । আপনারা সবাই দাঁড়ান,গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে ।
সবাই বর ও কনেকে গায়ে হলুদ দিলো …।।
হঠাৎ সামিরার দিকে আকাশের নজর পরল, সে চমকে উঠলো, এই মেয়েটি
যাকে সে স্বপ্নে দেখেছে , আজও সেই তার সামনে , সবুজ রঙের শাড়ী পরে ।
গায়ে হলুদ দেয়া শেষ। Annoucement ……।।
প্রিয় সুধী,
( মানুষের হাসাহাসি শব্দ ) ............
আমরা মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ।
এখন আপনাদের দেখবেন একটি “সম্মিত নাচ “ -Senoir vs Junior মধ্যে ।
আমরা ছোট ভাইরা যারা এখন কলেজ , ভারিসিটিতে পড়ছি । তারা, নাচবো আমাদের মিষ্টি আপুদের সাথে । যারা ২0১০ সালে তাদের কলেজে (Group Dance ) করতো –
Ready তো ?
( হই হুলইর চলেছে )
(Group Dance ) করতে স্টেজে ৮ জন এসে দাঁড়ালো " Local Bus / Jatrabala “
......মিউজিক
(স্টেজ পারফরম্যান্স শুরু )
স্টেজে ওই চারজন এবং তাদের ছোট ভাইরা
একসাথে ,নাচছে ............।।
গান ............
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস “
আকাশ স্টেজের দিকে তাকিয়ে আছে অবাক চোখে ।
( স্টেজ পারফরম্যান্স চলতে থাকে )
সে কালের গান ………… ।।
প্রেমিক পুরুষ আয়রে রহিম মিয়া
রূপবানে নাচে কোমর দুলাইয়া
আকাশ ওদের স্টেজ পারফরম্যান্সতা মোবাইলে রেকর্ড করলো।
Group Dance শেষ হল ।
স্টেজের উঠে Mac নিয়ে শহীদ মামা ( অথৈর বাবা ) বলল আমি অভিভূত .........
দারুন পারফরম্যান্স একটা দেখলাম ।
সবাই বলল, Once More ………… আবার ৮ জন সবার অনুরোধে স্টেজে উঠলো
আবার একি গান চলছে ,
নাচ শেষ .........
Annoucement
দারুন Damaka Group পারফরম্যান্স ছিল । Dance কোরিওগ্রাফার ছিলেন শশী ।
আকাশ সামিরার অনেকগুলো ছবি তুলেছে । Suddenly আকাশ সামিরাকে খুজে পেল না,
হুমড়ি খেয়ে পড়লো এক মহিলার গায়ে ।
মহিলাঃ আরে, কি দেখে চলতে পারেন না ?
আকাশ ঃ Sorry !
মহিলা বরের আত্মীয়,
সেই ৮ জন swimming pool এর পাশে Group selfie তুলছে ।
আকাশ সেদিকে গেল ।
ফুলের ঝোপের কাছে দাঁড়িয়ে মোবাইলে সামিরার ছবি তুলছে ।
চয়ন ও উর্মি আকাশকে না পেয়ে, পিছনে ফিরে দেখে আকাশ
তার মোবাইল দিয়ে ছবি তুলছে ।
উর্মিঃ ভাইয়া, আপনি এখানে ওদিকে বর পক্ষের আত্মীয় সাথে গণ্ডগোল লাগিয়ে দিয়ে আর এখানে এসে নাজনীন আপুর বান্ধবীদের ছবি তুলছেন, মেয়েদের অনুমতি ছাড়া ছবি তোলা অপরাধ ।
আকাশ রেগে বলল কিসের অপরাধ ?
চয়নঃ আব্বাজান, ভালো হয়ে যান ।
আকাশঃ হ্যাঁ ! কি ??
উর্মি আকাশের হাত থেকে mobile টা, নিয়ে চয়নকে দেখালো, ( নিজের মধ্যে ঠাট্টা- তামাশা করতে শুরু করলো) সামিরা আকাশের সামনে দিয়ে হেঁটে চলে গেল।
আকাশ তার দিকে তাকিয়ে , চয়ন আকাশকে ধাক্কা দিলো ।
আকাশ বলল ওই মেয়েটিকে স্বপ্নে আমি দেখেছি । উর্মি ও চয়ন হাসছে ।
চয়ন বলল, সামিরা আপু তার সাথে আমাদের পরিচয় আছে কথা হয়েনি, মনে করে দ্যাখ, আকাশ তুই অনেক মেয়েদের নিয়ে busy থাকিস, তোর তাই মনে নেই , উনি TV তে আসে,
উর্মি তার মাথা নাড়ালো ।
উর্মিঃ আষাঢ়ে গল্প , ভাইয়া আমি একটু পরে, চলে যাব ।
চয়নঃ এর আগে তুই “ প্রমিতিকে নিয়ে “ স্বপ্নে দেখেছিস ।
উর্মিঃ হেসে বলল “প্রমিতি “ ।
আকাশঃ ফালতু কথা ।
সিদ্দিক মামা টেবিলে বসে বহানি খাচ্ছিল, চয়ন মুখে আকাশের স্বপ্নের কথা শুনে , হাসতে হাসতে উঠলো বলে “সামি” ( সামিরার ডাক নাম) সামিরাকে ডাকছি , আবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিবো ।
চয়নঃ যাক, আকাশ ভাইয়ের স্বপ্ন solve !
উর্মিঃ Dreamgirl হাজির (হাসতে হাসতে বলল )
রাত এগারোটা।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ।
সুইমিং পুলের পাশে কেউ কেউ চেয়ার-টেবিলে বসে আছে আবার কেউ ukulele বাজিয়ে, গান গাইছে । উর্মি চলে গেছে অনেকক্ষণ আগে । চয়নের সাথে ।
চয়ন উর্মিকে তার বাসায়ে দিয়ে, নিজের বাসায় চলে যাবে।
আকাশে পূর্ণিমা চাঁদ । পূর্ণিমার আলো সুইমিং পুলের পানির এসে পড়েছে ।
আকাশ জিজ্ঞাসা করলো মামিকে “সামিরাকে কই ? “
তামান্না মামীকে তার ভাগ্নি নাজনীনকে ফোন করে ঢেকে অনালো ।
নাজনীন এসেছে দাঁড়ালো
নাজনীনঃ বলল কি বলবে ।.........
তামান্না মামীঃ তোমার বান্ধবীদের দেখছি না ?
নাজনীন ঃ ওরা চলে গেছে। ওদের Parent সাথে ।
শুধু সারাহ আছে, খালু কোথায়?
তামান্না খালা ঃ আড্ডা দিচ্ছে এদিকে “ কোথায়” ।
নাজনীনঃ খালা আমি ঘুমাতে যাই ।
আকাশের মুখটা তখন শুকিয়ে গেল। আকাশের (mood off )
আকাশ মনে মনে ভাবছে “আমি ফালতু এখানে থেকে গেলাম ।“
চলবে
ন্যান্সি দেওয়ান ©
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৫/২০২১দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৫/২০২১নাটকীয়তা বাড়ছে।
-
ফয়জুল মহী ০১/০৫/২০২১অসাধারণ লেখায় মুগ্ধতা অশেষ