www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Devil Father ( পর্ব–৬ )

Devil Father – ( পর্ব -৬ )
ন্যান্সি দেওয়ান ©

( অ্যাপোলো হসপিটাল )
ডক্টর রিপা ঃ May I coming ?
কাউন্সিলর সামিরার রুমে বসে পেশেন্ট
রিপোর্ট বানাচ্ছিল । তার সামনে নতুন appointment speech থেরাপিস্ট সাথী বসা,.
( রিপা কাউন্সিলর সামিরার ছোটবেলা বান্ধবী একি হসপিটাল আছে কিন্তু আলাদা Department )
থেরাপিস্ট সাথী, কাউন্সিলর সামিরার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছিলেন
সামিরা ঃ yes Doctor …… come in.
ডাক্তার রিপা: Thank you.
সামিরা ঃ Shit ! Oh Meet with the newly appointment speech থেরাপিস্ট Mis সাথী.
ডাক্তার রিপা: hello Nice to meet with you. I am Doctor Ripa Islam Assistant Doctor / Surgeon with Senior Genologist Dr. Nafisa Kamal
থেরাপিস্ট Mis সাথীঃ । am Sathi Burua Newly Appointment Speech Thearaphist
সামিরা: আমরা ছোটবেলার বান্ধবী আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ।
থেরাপিস্ট সাথীঃ দুজনেই মেরুন কালারের ড্রেস পড়ে আছেন। Okay Fine I am leaving now and Thanks Samira Apu.
সামিরা : It's my pleasure , good luck . For any case you can ask me for help
থেরাপিস্ট সাথী: Yes Apu ,I will be …….
সাথীঃ Bye ……….
(স্পিচ থেরাপিস্ট সাথী কাউন্সিলারের রুম
থেকে চলে গেল )
রিপাঃ কখন থেকে ফোন দিয়েছি , তোর Phone দ্যাখে ?
সামিরা ঃ Sorry Dost ! Slient করাছিল …….
রিপাঃ No Sorry ….. এভাবে কেউ কাজ করে ।
দেখ এই পেশেন্ট গুলো রিপোর্ট তৈরি করছিলাম ।
রিপাঃ শোন, আজকে কিন্তু কফি খাবো।
সামিরা ঃ আচ্ছা, তার সাথে ?
রিপাঃ স্যান্ডউইচ ,বার্গার,শর্মা ।
সামিরাঃ ok,.
রিপাঃ Bill কিন্তু তুই আমি মিলে Pay করবো।
সামিরাঃ আচ্ছা ।
( ফাস্ট ফুড শপ )
রিপা কফি খাচ্ছে। সামনে বসে, সামিরা বেশ আনমনা হয়ে coffee cup পের দিকে তাকিয়ে আছে কি জানো একটা ভাবছে মনে মনে।
তখন রিপা কফি খাওয়া ছেড়ে দিয়ে বলল।
Samira, Anything problem ?
খাবার গুলা সামনের রেখে, তুই কি এত ভাবছিস খাচ্ছিস না কেন ?
তোর কোন ফ্যামিলিগত প্রবলেম হয়েছে ............
সামিরাঃ আরে না।
রিপাঃ তাহলে ??????? Busy ছিলাম দুইটা Surgery নিয়ে ।
একজন patient ovarian cyst laparoscopy করলাম ।
TV দেখাবার তো সময় পাইনি ।
তারপর Night duty ছিল একদিন .........
সামিরাঃ এখন patient কেমন আছে ?
রিপাঃ ভাল তিনদিন পর ওনাকে release দেয়া ।
নাজনীন Newspaper তোর নাম দেখেছে ।
পেশেন্টকে নিয়ে চিন্তা করছিস না ।
রিপাঃ খাবার টা ঠাণ্ডা হয়ে যাচ্ছে ।
সামিরাঃ আমি তাকে ,ঠিক মত ডায়াগনোসিস করতে পারছিনা রিপা !! ।
সে আমার কথা শুনেনা, আমি কিভাবে তার ডায়াগনোসিস করব । তার Life history আমি জানি case history পরেছি তারপর in case my duty আমি মুখ থেকে তার Life সম্পর্কে জানতে চাচ্ছিলাম, সে তার ছোটবেলা থেকে আজ অবদি,আমাকে আবোল তাবোল, উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে । একটা বিকৃতি কাহিনী দাঁড় করিয়েছে , সে আমি Just Puzzle .............।
রিপা ঃ কতদিন হল এই patient deal করছিস?
সামিরা ঃ দুই সপ্তাহ ধরে।
রিপাঃ দুই সপ্তাহ ধরে।
রিপা ঃ long time. এই সময়ের মধ্যে। patient recovery হওয়া উচিত ।
সামিরাঃ but তা হয়নি।
রিপা ঃ হেসে উঠলো, হবে হবে খাবারটা খেয়ে নেন ।
সামিরাঃ তুই হাসছিস ?
রিপা ঃ হাসি মুখে, সব জিনিস solve কর ।
পৃথিবীতে Disorder আজব patient থাকবেই
তো দোস্ত ।
সামিরাঃ আমি, সত্যিই হেরে গেছি ।
রিপাঃ No……..তুই আগের case গুলো যেমন করে solve করেছিস এটা ওই ভাবে কর, পারবি ।
ধৈর্য রাখ। Patient হাতের নাগালে আসতে সময় লাগে ।
সব ঠিক হয়ে যাবে, মনোযোগ দেয় কাজের প্রতি। এই patient টের নাম জানি কি ওনার নাম ?
এতো Busy থাকি, যে ওনার নাম ভুলে গেছি ।
রিপা খেতে খেতে কথা বলেছে । Fastfood দের ভিতরে মানুষেরর বেশ ভিড় এক পাশে
কিছু ছেলেমেয়ে কারো birthday celebrate করেছে । সরগল বেশ জমজমাট পরিবেশ ।
সামিরাঃ পেশেন্টের নাম অ্যাভন ।
রিপা ঃ আচ্ছা, ওনার পরিবারের সাথে কথা বলে, কি জেনেছিস ?
রিপা খাচ্ছে আর সামিরার দিকে তাকিয়ে শুনছে সামিরার কি বলেছে ।
সামিরাঃ তার বাবা পুলিশের সাবেক ডিআইজি ছিলেন । পুলিশের চাকরির কারনে ওনাকে
বদলি হতে হয়েছিল অনেক Place এ ।
উনি, অনেক honest পুলিশ অফিসার। উনি ১৯৯৬ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ধর্ষক কে এবং তার চক্রকে ধরিয়ে দেয়ার জন্য। বাংলাদেশ সরকার তরফ থেকে সোনার মেডেল পেয়েছেন এবং ওনাকে উচ্চ পদে Promotion দেয়া হয় ।
উনি এবং উনার wife দুইজনেই হজ্জ করে এসেছেন । উনারা শুক্রবারে গরিবদের খাওয়ান ।
ওনাদের একমাত্র মেয়ে নাম শান্তা, তিনি অস্ট্রেলিয়ায় থাকে । Uncle ঘুষ খায়নি তার জীবনে।
উনার বড় ভাইকে ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা ধরে নিয়ে যায় কারন উনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন । ধরে নেয়ার পর তার বড় ভাই এর কোন খোঁজ পাওয়া যায়নি।
ওনার ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা। বগুড়া সেক্টর থেকে মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন ।
ওনাদের দেশ, মানে গ্রামের বাড়ি বগুড়া ।


---চলবে---
ন্যান্সি দেওয়ান ©
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লেখনী
  • আমার কাছে নাটক মনে হচ্ছে।
  • মজাদার গল্প
    টক-ঝাল অল্পস্বল্প।
  • nice write
  • ফয়জুল মহী ১৪/০৪/২০২১
    অনন্য উপস্থাপনা।
    নববর্ষের শুভেচ্ছা রইলো।
 
Quantcast