কুসুম কলি সিদ্ধ সুধা
কুসুম কলি সিদ্ধ সুধা
পান পাতা লাগে মিঠা
অমৃত স্বাদ জাগে প্রাণে
কুসুম কলির রঙ্গিন সূতা
খোলো দুয়ার ছক
বাঁধানো নকশী কাঁথার ।
বাজলো আবার সুরের গান
খোলো দুয়ার খোলো
আলতা মাখা পায়ে
নুপুর বাজে রাঙা বধূ
যায় পালকি চরে
ছেরে বাপের বাড়ি ।
মুক্ত মাখা হাতের কাকন
ছক বাধানো নকশী কাঁথার
পান পাতার স্বাদ লাগে মিঠা
কুসুম কলি সিদ্ধ সুধা
মিঠা তালের রস
কুসুম কলি খোলো দুয়ার
রঙিন সুতায়ে
আঁকবো নকশী কাঁথার ।
তারিখ : ১৪ -১০-২০২০
পান পাতা লাগে মিঠা
অমৃত স্বাদ জাগে প্রাণে
কুসুম কলির রঙ্গিন সূতা
খোলো দুয়ার ছক
বাঁধানো নকশী কাঁথার ।
বাজলো আবার সুরের গান
খোলো দুয়ার খোলো
আলতা মাখা পায়ে
নুপুর বাজে রাঙা বধূ
যায় পালকি চরে
ছেরে বাপের বাড়ি ।
মুক্ত মাখা হাতের কাকন
ছক বাধানো নকশী কাঁথার
পান পাতার স্বাদ লাগে মিঠা
কুসুম কলি সিদ্ধ সুধা
মিঠা তালের রস
কুসুম কলি খোলো দুয়ার
রঙিন সুতায়ে
আঁকবো নকশী কাঁথার ।
তারিখ : ১৪ -১০-২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/১০/২০২০মজাদার
-
Biswanath Banerjee ১৪/১০/২০২০amazing
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০লেখা বেশ মনোমুগ্ধকর এবং উপমাময়।