বেদনা আর শুন্যতা
তোমাকে ভালোবাসতে গিয়ে
আমি যে পথ হারিয়ে ফেলেছি ।
তোমাকে কাছে পেতে যেয়ে
বিসর্জন দিয়েছি অনেক কিছু ।
আমার এই প্রাণহীন হৃদয় জুড়ে
শুধু শুন্যতা আর শুন্যতা
এখানে ভালোবাসার ছিটে ফোটা নেই
কেউ ভালোবাসতে এখন ভয় হয়
তবে কি কবে পাবো
আমি আলোর দেখা ?
এই ভুবনে ।
আমি যে পথ হারিয়ে ফেলেছি ।
তোমাকে কাছে পেতে যেয়ে
বিসর্জন দিয়েছি অনেক কিছু ।
আমার এই প্রাণহীন হৃদয় জুড়ে
শুধু শুন্যতা আর শুন্যতা
এখানে ভালোবাসার ছিটে ফোটা নেই
কেউ ভালোবাসতে এখন ভয় হয়
তবে কি কবে পাবো
আমি আলোর দেখা ?
এই ভুবনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৫/১২/২০১৯পথ হারালে জমবেনা। পথের বাকেই একদিন দেখা হয়ে যাবে।ভরসা রাখুন! বেশ ভাল।
-
ইসমাইল জসীম ০৩/১২/২০১৯ভালবাসার হৃদয় কখনো শূন্য হয় না। না পাওয়ার বিরহে ভারাক্রান্ত হয়।
-
আরজু নাসরিন পনি ০১/১২/২০১৯ভালো চেষ্টা। শুভকামনা রইলো।
-
নাসরীন আক্তার রুবি ০১/১২/২০১৯বাহ,চমৎকার
-
নুর হোসেন ০১/১২/২০১৯সামুতেও পড়েছি, ভাল লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০১৯কবিতাটি এইমাত্র সামহোয়ারইন ব্লগে পড়ে এলাম।