বাবা আছে তো বাবা নেই
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে
যাদের বাবা থেকেও বাবা নেই
আপন বাবা সৎ বাবার
মতো আচরণ করে
কষ্টে কষ্টে কাটতে মোর
এক এক দিন
বাবা আছে তো বাবা নেই মোর
বাবার কাছে নেই কোনো
অধিকার নেই কোনো আদর ।
আমার বাবার শখ ছিল ছেলে বাচ্চার
হলাম আমি মেয়ে
তবে মেয়ে কি হওয়া অপরাধ ?
মনুষ্যত্বহীন বাবারা কি বদলাবে না ?
আমি এক হতভাগী মেয়ে যার বাবা আছে
কিন্তু থেকেও নেই ।
"এই কবিতাটি সেই সব মানুষদের জন্য যারা বাবার আদর থেকে বঞ্চিত" ।
যাদের বাবা থেকেও বাবা নেই
আপন বাবা সৎ বাবার
মতো আচরণ করে
কষ্টে কষ্টে কাটতে মোর
এক এক দিন
বাবা আছে তো বাবা নেই মোর
বাবার কাছে নেই কোনো
অধিকার নেই কোনো আদর ।
আমার বাবার শখ ছিল ছেলে বাচ্চার
হলাম আমি মেয়ে
তবে মেয়ে কি হওয়া অপরাধ ?
মনুষ্যত্বহীন বাবারা কি বদলাবে না ?
আমি এক হতভাগী মেয়ে যার বাবা আছে
কিন্তু থেকেও নেই ।
"এই কবিতাটি সেই সব মানুষদের জন্য যারা বাবার আদর থেকে বঞ্চিত" ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফ উদ্দিন সায়েম ১৮/০৬/২০১৯বাবা একদিন বুঝবে...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৬/২০১৯কষ্ট নিয়ে কষ্টের লেখা সত্যিই কষ্টের হয়
বাবা থাকা না থাকার বেদনায় কবিতা হয়।
কবিকে ধন্যবাদ শুভেচ্ছা। -
সাইয়িদ রফিকুল হক ১৯/০৫/২০১৯সকলেরই বাবা আছে। হয়তো ভালোবাসা কম-বেশি।
-
নাসরীন আক্তার রুবি ১৮/০৫/২০১৯ইস কি কষ্টের লেখাটি।