গাঁথি এই প্রাণে
মোহন সুরে কে বাঁশি বাজায়ে
ওই দূরে
তারে দেখিতে নাহি পাই
দেখিবার স্বাদ মোর জাগে
মোর প্রাণ আনমনে
তারে খুঁজি বারে বারে ।
মোর গানেরই সুর
তারে ডেকে দিশেহারা
সে বাজায়ে বাঁশি কোন পানে
নিঠুর বন্ধু বাজায়ও না আর বাঁশি
বাঁশির সুরে ঘরে মন কেমনে আমি পরে রই;
মন যে আমার উতাল হাওয়া
হইলাম আমি দিশেহারা
জানি ভালোবাসা আছে ভরে
কিসের টানে বড়শি গাঁথি এই প্রাণে ।
ওই দূরে
তারে দেখিতে নাহি পাই
দেখিবার স্বাদ মোর জাগে
মোর প্রাণ আনমনে
তারে খুঁজি বারে বারে ।
মোর গানেরই সুর
তারে ডেকে দিশেহারা
সে বাজায়ে বাঁশি কোন পানে
নিঠুর বন্ধু বাজায়ও না আর বাঁশি
বাঁশির সুরে ঘরে মন কেমনে আমি পরে রই;
মন যে আমার উতাল হাওয়া
হইলাম আমি দিশেহারা
জানি ভালোবাসা আছে ভরে
কিসের টানে বড়শি গাঁথি এই প্রাণে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৮/০৯/২০১৯মন কাড়া কবিতা ।।
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৯/০৩/২০১৯কি অনবদ্য প্রেম...!!!
-
টি এম আমান উল্লাহ ৩১/০১/২০১৯ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০১/২০১৯দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০১/২০১৯মিষ্টি আবেগ!