ক্ষুধার্ত হাজারো চোখ
খুঁজো না সুখ, তাদের চোখে
যাদের পেট খালি
থালা ভর্তি খাবার
ঝাপসা হয় দূরে থেকে
সপ্ন শুধু মরীচিকা
তাদের কাছে
তারা স্বপ্ন দেখে না
তারা স্বপ্ন
দেখতে চেয়ে না ।
ক্ষুদার্থ মানুষেরা খুঁজে খাদ্য
অন্নবস্ত্র বাসস্থানহীন মানুষেরা
শান্তির দিকে চেয়ে রয়ে ।
উচ্চ অট্টালিকার উচ্চবৃত্ত মানুষরা
স্বপ্ন দেখায়ে
বলে মুখে মুখে ।
দিবে কি ? দিবে না " অর্থ "
তাতে মিটবে ক্ষুধা
চাই প্রচুর অর্থ
যা দূর করবো অভাব ।
দুই দিনের দুনিয়া,
সামনে পিছে আসে যায়
চেয়ে দেখ ক্ষুদার্থ
হাজারো কান্ত মানুষ
হাজারো দুইটি কান্ত চোখ
বাড়িয়েছে তাদের হাত
দেখ, তাদের দিকে
বাড়িয়ে দাও তোমার মানবতার হাত
তাদের সম্মুখে
পাবে,তুমি সুখ খুঁজে তাদেরই মাঝে ।
যাদের পেট খালি
থালা ভর্তি খাবার
ঝাপসা হয় দূরে থেকে
সপ্ন শুধু মরীচিকা
তাদের কাছে
তারা স্বপ্ন দেখে না
তারা স্বপ্ন
দেখতে চেয়ে না ।
ক্ষুদার্থ মানুষেরা খুঁজে খাদ্য
অন্নবস্ত্র বাসস্থানহীন মানুষেরা
শান্তির দিকে চেয়ে রয়ে ।
উচ্চ অট্টালিকার উচ্চবৃত্ত মানুষরা
স্বপ্ন দেখায়ে
বলে মুখে মুখে ।
দিবে কি ? দিবে না " অর্থ "
তাতে মিটবে ক্ষুধা
চাই প্রচুর অর্থ
যা দূর করবো অভাব ।
দুই দিনের দুনিয়া,
সামনে পিছে আসে যায়
চেয়ে দেখ ক্ষুদার্থ
হাজারো কান্ত মানুষ
হাজারো দুইটি কান্ত চোখ
বাড়িয়েছে তাদের হাত
দেখ, তাদের দিকে
বাড়িয়ে দাও তোমার মানবতার হাত
তাদের সম্মুখে
পাবে,তুমি সুখ খুঁজে তাদেরই মাঝে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০১/২০১৯
-
নাসরীন আক্তার রুবি ১০/০১/২০১৯চমৎকার লেখা কবিতাটি।শুভকামনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০১/২০১৯Nice
-
সৈয়দ রাকিব ১০/০১/২০১৯দারুণ লিখেছেন
খালি পেতে না পাতে?
আর ক্ষুদা, ক্ষুদার্থ নয়, হবে ক্ষুধা ও ক্ষুধার্ত।
ধন্যবাদ ও শুভকামনা বন্ধু।