জেনে রেখ
জেনে রেখ
নিজেকে চিনো
এক একটি করে কেটে যাচ্ছে
প্রতিটি প্রহর
প্রতিটি মুহূর্ত বদলে যাচ্ছি
আমি নতুন রূপে
নতুন সুরে ।
মোর জীবনে একটুও নেই খামতি
আবার একটি নতুন বছর
আবার পুরোনো স্মৃতি
ফেলে সামনে নতুন পথ ধরে
এগিয়ে চলা
বেশ, এই তো নয় শেষ
নতুন স্বপ্নের জাল বুনে যাই
আরেকটি নতুন বছর ।
নতুন প্রহর সূচনা
বিগত বছরে স্মৃতি পাড়
করে দিয়ে
মুহূর্ত হবে বিলীন
আবার হবে কি ছবি আঁকা
এক নতুন ক্যানভাসে ।
নিজেকে চিনো
এক একটি করে কেটে যাচ্ছে
প্রতিটি প্রহর
প্রতিটি মুহূর্ত বদলে যাচ্ছি
আমি নতুন রূপে
নতুন সুরে ।
মোর জীবনে একটুও নেই খামতি
আবার একটি নতুন বছর
আবার পুরোনো স্মৃতি
ফেলে সামনে নতুন পথ ধরে
এগিয়ে চলা
বেশ, এই তো নয় শেষ
নতুন স্বপ্নের জাল বুনে যাই
আরেকটি নতুন বছর ।
নতুন প্রহর সূচনা
বিগত বছরে স্মৃতি পাড়
করে দিয়ে
মুহূর্ত হবে বিলীন
আবার হবে কি ছবি আঁকা
এক নতুন ক্যানভাসে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ রাকিব ১০/০১/২০১৯শব্দমালা সংমিশ্রণে দারুণ একটু অনুভূতি।
-
শেখ ফারুক হোসেন ০৪/০১/২০১৯জাত কবি
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০১/২০১৯নতুন স্বপ্নের হাতছানি!
-
Riktam Ghosh ০৩/০১/২০১৯অনবদ্য লেখনী