চিঠির
অনেক দিন পরে
তোমার চিঠির উত্তর পেলাম
হৃদপিণ্ডের স্পন্দন যেন, বেড়েছে ।
তোমাকে খুঁজে পেলাম
ছোট একটা নীল খামে
মাতাল হাওয়ায়
নতুন করে ।
কতটা সময়ে, কতটা
দিন গড়িয়ে গেছে এরই মাঝে ।
তোমার, অমলিন হাসি
মাথার জাকরা চুল
তোমার চাপা ঠোঁটের হাসি
আমার হাতে আঁকা তোমার ছবিতে
ফুটে উঠেছে,কিছু আড়াল করা অক্ষর
কিছু দুষ্টু মিষ্টি বাক্যকে গাথা লেখা পড়ছি
আর কল্পনা হচ্ছে রঙিন
তোমার চিঠির উত্তর ।
তোমার চিঠির উত্তর পেলাম
হৃদপিণ্ডের স্পন্দন যেন, বেড়েছে ।
তোমাকে খুঁজে পেলাম
ছোট একটা নীল খামে
মাতাল হাওয়ায়
নতুন করে ।
কতটা সময়ে, কতটা
দিন গড়িয়ে গেছে এরই মাঝে ।
তোমার, অমলিন হাসি
মাথার জাকরা চুল
তোমার চাপা ঠোঁটের হাসি
আমার হাতে আঁকা তোমার ছবিতে
ফুটে উঠেছে,কিছু আড়াল করা অক্ষর
কিছু দুষ্টু মিষ্টি বাক্যকে গাথা লেখা পড়ছি
আর কল্পনা হচ্ছে রঙিন
তোমার চিঠির উত্তর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ রাকিব ১০/০১/২০১৯চিঠি হারিয়ে গেছে আধুনিকতার আগামনে।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১২/২০১৮কতকাল চিঠি দেখি না!
-
দ্বিতীয়া প্রামাণিক ২৯/১২/২০১৮দারুন
-
আব্দুল হক ২৮/১২/২০১৮লাভলি।