অযান্ত্রিক আমি
রূপকথার জীবনটা এক সময়ে
হারিয়ে যাবে তোমার মনের গহীনে
তলিয়ে যাবে যান্তিক শহরে
কাজের বন্ধন ভেদ করে
তুমি বাসা বাঁধবে অন্য প্রাণে
পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
হবে অতীত
আর কয়েক ঘণ্টা !
তুমি হবে পর, বেঁছে নিবে
দূরের বসবার
বাধাধরা জীবনটার
এক ধাপ চুকিয়ে দিয়ে
আগুন্তুক আমি,এসেছি একই
একলা হতে ।
অযান্ত্রিক আমি
সেই গানের কলি, গাইবেন না
বলবো না তোমাকে
নাটোরে বনলতা সেন ।
* বর্ণন :
"পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
ঠিক যেন নাটোরে বনলতা সেন "
আমার বাবা দেওয়ান নজরুলের লেখা "জিঘাংসা"
চলচ্চিত্র জনপ্রিয় গানের কলি
আমি আমার কবিতা ব্যবহার করেছি ।
তার ছোয়া ধরে রাখলাম আমার কবিতায়
আজ তার জন্মদিনে ।
হারিয়ে যাবে তোমার মনের গহীনে
তলিয়ে যাবে যান্তিক শহরে
কাজের বন্ধন ভেদ করে
তুমি বাসা বাঁধবে অন্য প্রাণে
পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
হবে অতীত
আর কয়েক ঘণ্টা !
তুমি হবে পর, বেঁছে নিবে
দূরের বসবার
বাধাধরা জীবনটার
এক ধাপ চুকিয়ে দিয়ে
আগুন্তুক আমি,এসেছি একই
একলা হতে ।
অযান্ত্রিক আমি
সেই গানের কলি, গাইবেন না
বলবো না তোমাকে
নাটোরে বনলতা সেন ।
* বর্ণন :
"পাখির বাসার মতো দুইটি চোখ তোমার
ঠিক যেন নাটোরে বনলতা সেন "
আমার বাবা দেওয়ান নজরুলের লেখা "জিঘাংসা"
চলচ্চিত্র জনপ্রিয় গানের কলি
আমি আমার কবিতা ব্যবহার করেছি ।
তার ছোয়া ধরে রাখলাম আমার কবিতায়
আজ তার জন্মদিনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ০৪/১২/২০১৮চমৎকার
-
সমির প্রামাণিক ০৪/১২/২০১৮বাহ! অনন্য অনুভব।
আপনার পিতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
ভালো থাকবেন আপনিও। -
রইস উদ্দিন খান আকাশ ০৪/১২/২০১৮এক কথায় অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০১৮আপনার বাবার লেখার হাত ভালো ছিল। তিনি এখন কেমন আছেন?
শুভেচ্ছা বন্ধু। -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/১২/২০১৮সুন্দর।।। কবিতায় মুগ্ধতা
-
মনিরুজ্জামান/জীবন ০৪/১২/২০১৮অসাধারণ লিখেছেন