শুদ্ধি করো আমায়
আমি কোনো জমিদারে বাচ্চা না
যে কারী কারী টাকা
নিয়ে ঘুরবো ।
ক্ষুধা পেটে নিয়ে হেটে চলেছি
বড় বড় কথা, অনেকেই বলে
এ সমাজের গুণীজন
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায় ।
আমার ললাট,ভিজে গেছে ঘামে
নেশায় আসক্ত, ভাঙগা গোড়ার
জগৎ সংসার, যে বলে সস্তা মেয়েছেলে
তাই নোংরা বস্তির আনাচে কানাচে
পরে রই এক কোণায়,
আমি হাত বদল হই প্রতি রাতে
পাপের শাস্তি,আমি পাপীষ্ঠ
পেটে পোষা পাপের বাচ্চা
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায়,শুদ্ধি করো ।
যে কারী কারী টাকা
নিয়ে ঘুরবো ।
ক্ষুধা পেটে নিয়ে হেটে চলেছি
বড় বড় কথা, অনেকেই বলে
এ সমাজের গুণীজন
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায় ।
আমার ললাট,ভিজে গেছে ঘামে
নেশায় আসক্ত, ভাঙগা গোড়ার
জগৎ সংসার, যে বলে সস্তা মেয়েছেলে
তাই নোংরা বস্তির আনাচে কানাচে
পরে রই এক কোণায়,
আমি হাত বদল হই প্রতি রাতে
পাপের শাস্তি,আমি পাপীষ্ঠ
পেটে পোষা পাপের বাচ্চা
হে ,সৃষ্টিকর্তা তুমি কি আছো ?
তবে, শুদ্ধি করো আমায়,শুদ্ধি করো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ২৩/১১/২০১৮ভালো
-
মনিরুজ্জামান/জীবন ১৬/১১/২০১৮বেশ লিখেছেন
-
অরন্য রানা ১৫/১১/২০১৮সমাজের এরাই বেশি অবহেলিত
অসাধারন লেখা । -
সাইয়িদ রফিকুল হক ১৪/১১/২০১৮সুন্দর চিন্তা।
আর বন্ধু বানান ক্ষুদা নয় ‘ক্ষুধা’।
শুভেচ্ছা।