বন্ধন নামক শব্দটা
ভালোবাসা হয় স্বার্থপর
নিজের সাথে বোঝাপড়া
কতদিন আর ?
বন্ধন, নামক শব্দটা
যেন পৃথিবী থেকে
বিলুপ্ত হতে, বসেছে ।
প্রয়োজন ছাড়া কি মানুষকে
আবার কেউ খুঁজে ?
প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ চিনেই না ।
এটাই, মানুষের ধর্ম
যারা মেয়েদের,কলঙ্কিনী বলে
আখ্যায়িত করে,তারা কি জানেন ?
মেয়েদের কত কষ্ট,মেয়েরা
তাদের কত কষ্ট বুকে নিয়ে
চড়ে বেড়াই, দিক বেদিক
কয়েকদিন পর,হয়তো শুনবে,
ভালোবাসা নামক
বস্তুটিকে বেচাকেনা চলছে জনসমর্থে
টাকার বিনিময়ে ভালোবাসা
স্বার্থপর ভালোবাসা
হয়তো দেখতে হবে বিলবোর্ড
ভালোবাসার নামে ।
নিজের সাথে বোঝাপড়া
কতদিন আর ?
বন্ধন, নামক শব্দটা
যেন পৃথিবী থেকে
বিলুপ্ত হতে, বসেছে ।
প্রয়োজন ছাড়া কি মানুষকে
আবার কেউ খুঁজে ?
প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ চিনেই না ।
এটাই, মানুষের ধর্ম
যারা মেয়েদের,কলঙ্কিনী বলে
আখ্যায়িত করে,তারা কি জানেন ?
মেয়েদের কত কষ্ট,মেয়েরা
তাদের কত কষ্ট বুকে নিয়ে
চড়ে বেড়াই, দিক বেদিক
কয়েকদিন পর,হয়তো শুনবে,
ভালোবাসা নামক
বস্তুটিকে বেচাকেনা চলছে জনসমর্থে
টাকার বিনিময়ে ভালোবাসা
স্বার্থপর ভালোবাসা
হয়তো দেখতে হবে বিলবোর্ড
ভালোবাসার নামে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ২১/১১/২০১৮বেশ লিখেছেন।
-
অরণ্য খায়েশ ফেনা ০৪/১১/২০১৮বিষয় বস্তু খুবই ভাল কিন্তু কেমন যেন বাক্যালাপ মনে হয়েছে। (আমার একান্ত মতামত)
ভাল থাকবেন সতত। -
কামরুজ্জামান সাদ ০৪/১১/২০১৮বেশ তো
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০১৮তবুও বন্ধন অটুট থাক।
-
আব্দুল হক ০২/১১/২০১৮অনেক সুন্দর!
-
আব্দুল হক ০২/১১/২০১৮বেশ!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১১/২০১৮সুন্দর কবিতা প্রকাশ
-
অরন্য রানা ০২/১১/২০১৮অনেক দিন পর লিখলেন
ভাল লাগলো বেশ,
ঘুচিয়ে দিলেন অপেক্ষার রেশ।। -
মোঃ মাহবুব আলম চাঁদ ০১/১১/২০১৮সত্য প্রেমের জয় হোক ।
মিছে প্রেমের বিলুপ্তি ঘটুক ।
ভাল লাগলো আপনার অনবদ্য লেখনী ।
সর্বদা শুভকামনা থাকবে । -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১১/২০১৮চমৎকার