খাতা vs প্রেম (পর্ব-১)
মিরা:না মানে রেগে আছেন কি না, তাই, ফোন করলাম ।
কায়েস:আপনি আবার, আপনাকে ফোন দিয়েছেন?
মিরা:আপনাকে আমার জ্বালাতে, খুব ভালো লাগে বলেই ফোন দিয়েছি,listen Mr .আপনার maths খাতা, ভার্সিটির ক্যান্টিনে, ফেলে এসেছিলেন,এটা এখন আমার কাছে আছে
তাই এই জন্য এখন, আপনাকে ফোন করেছি ।
কায়েস:OMG আমি এতো বড় ভুল করছি, আপনি আমাকে ইনফর্ম না, করলে,আমি জানতাম না, আমার খাতাটি, এদিকে ওদিকে খুজতাম,বাগ্গিস, আপনি পেয়ে, নিজের কাছে রেখেছিলেন, কি প্রব্লেম যে পরতাম,
তো তা আপনাকে, বলে বুঝতে পারবো না ।
মিরা :আপনিতো, সব সময়ে মনে করেন, আমি আপনার সাথে লেগে থাকি, এটা সেটা, আপনাকে বলি ।
কায়েস:সরি, এভাবে বলবেন না, ওই খাতাটিতে, আমার important notice লেখা ছিল ।
মিরা:শুনুন, আমি আপনার খাতা খুলে দেখেছি । আমার যেসব সূত্র লাগবে, সেই সব আমি টুকে রেখেছি ।
আমি কত লাকি পারসন, মেঘ না চাইতেই বৃষ্টি ।
কায়েস:কি এটা করলেন আপনি, এটার আপনার ভারী অন্যায়,কারো পার্সোনাল জিনিস,দেখতে হয়ে না
মিরা:এই মাত্র আপনি আমাকে, সরি টোরি, বলে অস্থির হয়ে গেলেন, আবার বলেছেন অন্যায়,আসলে ছেলেরা এই রকমই, এদের মতিগতি, বুঝা বড়োই মুশকিল ।
কায়েস:আপনি ক্লাসের পরে, ফ্রি আছেন?
মিরা:কেন ?
কায়েস :আপনাকে চা খাওয়াতাম ।
মিরা:না, তার দরকার নেই, ক্লাসে শুরু হবার আগেই, আপনাকে আপনার মূল্যবান খাতা, দিয়ে দেয়া হবে ।
কায়েস :আমি কবিতা লেখা, শুরু করেছি ।
মিরা:কম্পিউটার সাইন্স সেরা ছাত্র হয়ে, আবার কবিতা বহুরূপী প্রতিভা ।
কায়েস:মানুষই এক মাত্র সেই জীব যারা বহু প্রতিভার অধিকারী হয়ে থাকতে, তাহলে দেখা হবে যদি আপনি আসেন,বিদায়, ফোন রেখে দিলো ।
মিরা তার বিছানার উপর ফোন রেখে দিলো ।
--চলবে--
কায়েস:আপনি আবার, আপনাকে ফোন দিয়েছেন?
মিরা:আপনাকে আমার জ্বালাতে, খুব ভালো লাগে বলেই ফোন দিয়েছি,listen Mr .আপনার maths খাতা, ভার্সিটির ক্যান্টিনে, ফেলে এসেছিলেন,এটা এখন আমার কাছে আছে
তাই এই জন্য এখন, আপনাকে ফোন করেছি ।
কায়েস:OMG আমি এতো বড় ভুল করছি, আপনি আমাকে ইনফর্ম না, করলে,আমি জানতাম না, আমার খাতাটি, এদিকে ওদিকে খুজতাম,বাগ্গিস, আপনি পেয়ে, নিজের কাছে রেখেছিলেন, কি প্রব্লেম যে পরতাম,
তো তা আপনাকে, বলে বুঝতে পারবো না ।
মিরা :আপনিতো, সব সময়ে মনে করেন, আমি আপনার সাথে লেগে থাকি, এটা সেটা, আপনাকে বলি ।
কায়েস:সরি, এভাবে বলবেন না, ওই খাতাটিতে, আমার important notice লেখা ছিল ।
মিরা:শুনুন, আমি আপনার খাতা খুলে দেখেছি । আমার যেসব সূত্র লাগবে, সেই সব আমি টুকে রেখেছি ।
আমি কত লাকি পারসন, মেঘ না চাইতেই বৃষ্টি ।
কায়েস:কি এটা করলেন আপনি, এটার আপনার ভারী অন্যায়,কারো পার্সোনাল জিনিস,দেখতে হয়ে না
মিরা:এই মাত্র আপনি আমাকে, সরি টোরি, বলে অস্থির হয়ে গেলেন, আবার বলেছেন অন্যায়,আসলে ছেলেরা এই রকমই, এদের মতিগতি, বুঝা বড়োই মুশকিল ।
কায়েস:আপনি ক্লাসের পরে, ফ্রি আছেন?
মিরা:কেন ?
কায়েস :আপনাকে চা খাওয়াতাম ।
মিরা:না, তার দরকার নেই, ক্লাসে শুরু হবার আগেই, আপনাকে আপনার মূল্যবান খাতা, দিয়ে দেয়া হবে ।
কায়েস :আমি কবিতা লেখা, শুরু করেছি ।
মিরা:কম্পিউটার সাইন্স সেরা ছাত্র হয়ে, আবার কবিতা বহুরূপী প্রতিভা ।
কায়েস:মানুষই এক মাত্র সেই জীব যারা বহু প্রতিভার অধিকারী হয়ে থাকতে, তাহলে দেখা হবে যদি আপনি আসেন,বিদায়, ফোন রেখে দিলো ।
মিরা তার বিছানার উপর ফোন রেখে দিলো ।
--চলবে--
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১১/২০১৮ভালো লাগলো বেশ
-
এনামুল হক পাইলট ৩১/১০/২০১৮বাহ...!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১০/২০১৮পড়তে থাকি...
-
আব্দুল হক ২৯/১০/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/১০/২০১৮চমৎকার লেখেন আপনই