তোমার কাছে
"একটু শান্তি চাই
তোমার কাছে
ভাসবো দুইজন মধুমিলনে" ।
নিভু নিভু মোমের আলোতে
বসে থাকা, দুইটি মানুষ
চলছে, মন দেয়া নেয়া
কিছু মিষ্টি প্রেমের আলাপচারিতা
টিক টিক করছে ঘুড়ির কাটা
অপসা আলোতে দুইটি মুখ ।
একটি ঘরে দুইজন
চুপি চুপি কথোপকহন ।
"তোমার হাত রেখেছি আমার হাতে"
আমার যত স্বপ্ন গড়েছি, তোমাকে নিয়ে
থাকবো ছোট একটি নীড়ে
যেখানে থাকবে সুখের চাবিকাঠি
দেয় ভালোবাসা
চাই শান্তি তোমার কাছে " ।
*ছন্দছাড়া কবিতা
তোমার কাছে
ভাসবো দুইজন মধুমিলনে" ।
নিভু নিভু মোমের আলোতে
বসে থাকা, দুইটি মানুষ
চলছে, মন দেয়া নেয়া
কিছু মিষ্টি প্রেমের আলাপচারিতা
টিক টিক করছে ঘুড়ির কাটা
অপসা আলোতে দুইটি মুখ ।
একটি ঘরে দুইজন
চুপি চুপি কথোপকহন ।
"তোমার হাত রেখেছি আমার হাতে"
আমার যত স্বপ্ন গড়েছি, তোমাকে নিয়ে
থাকবো ছোট একটি নীড়ে
যেখানে থাকবে সুখের চাবিকাঠি
দেয় ভালোবাসা
চাই শান্তি তোমার কাছে " ।
*ছন্দছাড়া কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৮/১০/২০১৮সুন্দর!
-
কে. পাল ০৮/১০/২০১৮Valo
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১০/২০১৮শান্তিময় ভালোবাসা।
-
শুভদীপ চক্রবর্তী ০৭/১০/২০১৮বহু ক্ষেত্রে ছন্দের মারপ্যাঁচ পরাজিত হয় 'ছন্দছাড়া' কবিতায়। আপনার লেখা তেমনি এক অসাধারণ কীর্তি।