চিঠির শুরুটা ঠিক এই ভাবে
চিঠির শুরুটা ঠিক এই ভাবে
প্রিয় তুমি ।।
জীবনের অনেকটা পথ আমরা
এক সাথে পার করেছি
কেটেছে অনেক সময়ে, একত্রে
তুমি ছিলে অন্য জগতে আর আমি
আমার কথা,নাই বা বললাম ।
মনের ভিতরে মরিচা পড়া
স্মৃতিগুলো আবার জেগেছে
জেগে উঠছে, আপন মনে
জীবনের মাঝ পথে এসে
থামতে হলো ।
তোমাকে কাছে পেলাম না
তোমার পাশে থাকা
হলো না আমার
কিন্তু মরণের পর ওপারে
আমি তোমারি হতে চাই
ওই জীবনে আমরা হয়তো বা
মানুষ রূপে কেউ থাকবো না
হয়তো হবো
গাছ কিংবা লতা পাতা
জড়িয়ে থাকবো
ঠিক যেন আলিঙ্গন করছে
দুইটি মানুষ এঁকে অন্যকে
হংসমিঠুনও হতে পারি
পানির উপর
ভাসবো দুইজন, আপন মনে ।
পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছি
বেঁচে আছি আর মাত্র কয়েকটা দিন ।
প্রিয় তুমি ।।
জীবনের অনেকটা পথ আমরা
এক সাথে পার করেছি
কেটেছে অনেক সময়ে, একত্রে
তুমি ছিলে অন্য জগতে আর আমি
আমার কথা,নাই বা বললাম ।
মনের ভিতরে মরিচা পড়া
স্মৃতিগুলো আবার জেগেছে
জেগে উঠছে, আপন মনে
জীবনের মাঝ পথে এসে
থামতে হলো ।
তোমাকে কাছে পেলাম না
তোমার পাশে থাকা
হলো না আমার
কিন্তু মরণের পর ওপারে
আমি তোমারি হতে চাই
ওই জীবনে আমরা হয়তো বা
মানুষ রূপে কেউ থাকবো না
হয়তো হবো
গাছ কিংবা লতা পাতা
জড়িয়ে থাকবো
ঠিক যেন আলিঙ্গন করছে
দুইটি মানুষ এঁকে অন্যকে
হংসমিঠুনও হতে পারি
পানির উপর
ভাসবো দুইজন, আপন মনে ।
পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছি
বেঁচে আছি আর মাত্র কয়েকটা দিন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে আলম দোলন ২০/১০/২০১৮অসাধারণ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৮/১০/২০১৮বেঁচে আছি আর মাত্র কয়েকটা দিন...
-
অরন্য রানা ০২/১০/২০১৮"চিঠির শুরুটা ঠিক এই ভাবে" শুরুটা অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০১৮প্রাণের সরব উচ্ছ্বাস।
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৮প্রত্যেকেই কয়েকটা দিনের জন্যই বেঁচে থাকে তাই আশাহত হওয়া যাবে না।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১০/২০১৮আপনার কবিতাটা পড়লাম।
আর শেষ দুটি লাইনে হতাশা আর বাদনা অনুভূত হলো।
বিরহের মাত্রা মনে হয় একটু বেশিই বুঝা গেল।
তবে ওই জীবনে সবাই মানুষ হিসেবেই থাকবে। গাছ লতা পাতা কিংবা
অন্য কোনো প্রাণী হবেনা। এটাই চিরন্তন অভিব্যাক্তি। বিশ্বাসীদের কাছে।
ধন্য কাব্যিক ভাবনার জন্য। -
পি পি আলী আকবর ০১/১০/২০১৮ভালো হয়েছে