www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁধন-১৪ শেষ পর্ব

কক্সবাজার
সমুদ্র সৈকতে সূর্য অস্ত যাচ্ছে ইজিচেয়ার বসে আছে দুইজন, আদিনা শুভ কাঁধে তার মাথা রেখেছে, আর দুইহাত দিয়ে শক্ত করে শুভর এক হাত ধরে আছে আসে পাশে অনেক মানুষ চলাফেরা করেছে,কেউ আবার সাগরে পানিতে জাপাঝাঁপি করছে কেউ আবার সাগরে কিনারায় দাঁড়িয়ে আছে ।
শুভর আনন্দটা তার মনে এতো দিন পর সে তার মনের মানুষকে কাছে পেয়েছে ।
শুভ গান গেয়ে উঠলো......

যখন নিঝুম রাতে
সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে
ঝিঝিরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
হুমম...এতটা ভালোবাসি
এ কি অপরূপ
সুন্দর তার স্বপ্নের
বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে
দেখি ভিষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত ।

আদিনা বেশ অবাক হয়ে গেল, শুভর গলার গান শুনে, গান শেষ হবার পর, আদিনা হাতে তালি দিলো আরে বললো এটি "রিকল" ব্যান্ড গান আমার সব চেয়ে প্রিয় গান, তুমি মুখস্ত করেছ, শুনে মনটা ভোরে গেলো ।
শুভ: "এতটা ভালোবাসি" এই গানটি তোমার সাথে যায় ।
আদিনা:আর কি কি যায় আমার সাথে বলো না ?
যেদিন আমাদের দুইজনের বিয়ের কথা পাকাপাকি হচ্ছিলো তোমাকে দেখেই আমার ভাল লেগে যায় আমি এই জিনিসটি তখন কিনেছিলাম, বিয়ের পর তোমাকে দিব বলে তা আর দিতে পারিনি তাই আজকে তোমাকে দিব, আমি জানতাম না, তুমি নুপুর খুব পছন্দ কর ।
আদিনা একে বলে "টেলিপ্যাথি" ।
শুভ:ঠিক, মনের মিল ।
শুভ:Wait,পকেট হাত দিয়ে থেকে বের করলো, দুই জোড়া সোনালী নুপুর ।
আদিনা:হাতে নিলো নুপুর গুলো, সাথে সাথে শুভর,গালে বসিয়ে দিলো চুম্বন,এবং বলো I love you আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো না ।
শুভ :I love you too এই বাঁধন কোনোদিনও ছিঁড়ে যাবে না ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুবই রোমান্টিক
  • ডা: সুদীপ্ত ৩১/০৮/২০১৮
    বাহ! ভালো লাগলো।
  • দীপঙ্কর বেরা ৩১/০৮/২০১৮
    বাহ
    বেশ সুন্দর হয়েছে।
  • আব্দুল হক ৩০/০৮/২০১৮
    বেশ!!
  • আশা মনি ৩০/০৮/২০১৮
    nice
  • রাকিব ইমতিয়াজ. ৩০/০৮/২০১৮
    ভালোই লাগলো
    • ন্যান্সি দেওয়ান ৩০/০৮/২০১৮
      Thanks dear Poet.
 
Quantcast