বেলা শেষ
বেলা শেষ প্ৰতিক্ষনের পালাও শেষ
ব্যস্ততার দিন গুলো কাটছে এক ভাবে
মানুষের প্ৰতীক্ষার পালা যেন
শেষ হয়ে না কোন দিন
সাদা কালো মানুষেরা বদলায় তার গতিবিধি
যেন শেষ হয়না ব্যস্ততা
জীবন মাফিক ঘড়ির কাটা যেন চলছে অবিরত
বেলা শেষ প্ৰতিক্ষনের পালাও যেন শেষ না
পাল্টাচ্ছে মানুষের চিন্তাধারা
ক্ষনে ক্ষনে পাল্টে যাচ্ছে ভবিষৎ ।
ব্যস্ততার দিন গুলো কাটছে এক ভাবে
মানুষের প্ৰতীক্ষার পালা যেন
শেষ হয়ে না কোন দিন
সাদা কালো মানুষেরা বদলায় তার গতিবিধি
যেন শেষ হয়না ব্যস্ততা
জীবন মাফিক ঘড়ির কাটা যেন চলছে অবিরত
বেলা শেষ প্ৰতিক্ষনের পালাও যেন শেষ না
পাল্টাচ্ছে মানুষের চিন্তাধারা
ক্ষনে ক্ষনে পাল্টে যাচ্ছে ভবিষৎ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঘুম মিশ্র ৩১/০৭/২০১৮বাস্তবতাকে তুলে এনেছেন। অনবদ্য লেখনী।
-
সাইদ খোকন নাজিরী ৩১/০৭/২০১৮সব কিছুই পাল্টাচ্ছে কেবল পাল্টায়নি মানুষের বিবেক।
-
মধু মঙ্গল সিনহা ৩০/০৭/২০১৮খুব ভালো লাগলো মধুময় কবিতাটি।ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৭/২০১৮হু, মানুষ যে কখন পাল্টায় তা বলা মুশকিল।
-
মধু মঙ্গল সিনহা ২৯/০৭/২০১৮খুব ভালো লাগলো, কবি বন্ধু।
-
জহির রহমান ২৯/০৭/২০১৮থিমটি সুন্দর ছিল, কিন্তু ঠিক কবিতা হয়ে ...