মোর আঁখি
মোর আঁখি মেলি
ভোরের আলো এসে পড়লো
ঘরের মেঝেতে
ঘড়ির কাটা বলে
এইতো ভোর হয়ে গেছে
ঘুম থেকে উঠে পর
তন্দ্রা হারা আমার
এই দুইটি চোখ
কল্পনাতে কার ছবি
দুইটি চোখের তাড়ায়ে
জীবন একটা বই
প্রতি পাতা একটি
করে জীবনের গল্প
মোর আঁখি মেলি
ভোরের আলো ।
বর্ণনা:একজন কবি সারাদিন যা যা চিন্তা করেছে খুব সকালে ঘুম থেকে উঠে,তা এই কবিতার মাধ্যমে আমি প্রকাশ করেছি । তার জীবনে কে সে ? বই পৃষ্ঠার সাথে তুলনা করছে তার জীবনকে এবং কল্পনাতে তার মনের ভিতরে কোন এক ছবি আঁকছে ।
ভোরের আলো এসে পড়লো
ঘরের মেঝেতে
ঘড়ির কাটা বলে
এইতো ভোর হয়ে গেছে
ঘুম থেকে উঠে পর
তন্দ্রা হারা আমার
এই দুইটি চোখ
কল্পনাতে কার ছবি
দুইটি চোখের তাড়ায়ে
জীবন একটা বই
প্রতি পাতা একটি
করে জীবনের গল্প
মোর আঁখি মেলি
ভোরের আলো ।
বর্ণনা:একজন কবি সারাদিন যা যা চিন্তা করেছে খুব সকালে ঘুম থেকে উঠে,তা এই কবিতার মাধ্যমে আমি প্রকাশ করেছি । তার জীবনে কে সে ? বই পৃষ্ঠার সাথে তুলনা করছে তার জীবনকে এবং কল্পনাতে তার মনের ভিতরে কোন এক ছবি আঁকছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৭/২০১৮দারুণ লিখেছেন
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৬/২০১৮তা না হলে কি আর কবি।
-
পি পি আলী আকবর ২৩/০৬/২০১৮দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৬/২০১৮বেশ তো!
-
Shafi md Omar Faruq ২৩/০৬/২০১৮বেস
-
রেজাউল আবেদীন ২৩/০৬/২০১৮হা কবিরা তো মনের চোখেই অন্যের ছবি দেখে !