এই পথের এখানে নেই শেষ
এই পথের এখানে নেই শেষ
শুরু নতুন পথ
এই পথের নেই শেষ
এবং নেই কোনো শুরু
উঁচু নিচু পথ ধরে এগিয়ে
চলছি আমরা
চলতে চলতে
যত বাঁধা বিঘ্ন পেরিয়ে
পথ ধরে এগিয়ে
মিলবে ভবিষ্যতের ঠিকানা
দুই হাত বাড়িয়ে
হারাতে চাই প্রাণহীন শহরে
নিঃসঙ্গ নিজেই খুঁজছি পথের শেষ ঠিকানা ।
শুরু নতুন পথ
এই পথের নেই শেষ
এবং নেই কোনো শুরু
উঁচু নিচু পথ ধরে এগিয়ে
চলছি আমরা
চলতে চলতে
যত বাঁধা বিঘ্ন পেরিয়ে
পথ ধরে এগিয়ে
মিলবে ভবিষ্যতের ঠিকানা
দুই হাত বাড়িয়ে
হারাতে চাই প্রাণহীন শহরে
নিঃসঙ্গ নিজেই খুঁজছি পথের শেষ ঠিকানা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৭/২০১৮
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৬/২০১৮লেখায় অসম্ভব এক কবিত্বভাব ফুটে ওঠেছে। আপনার কবিতা পড়ে আমি নির্বাক হয়ে গেলাম।চমৎকার হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৬/২০১৮ভালো লাগলো।
-
আব্দুল হক ২৪/০৬/২০১৮সুন্দর লিখেছেন, সামিরা!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/০৬/২০১৮বেশ তো ! খুঁজতে খুঁজতে একদিন পথের ঠিকানা মিলে যাবে ।
তবে শেষ বাক্যের শেষ শব্দটি সম্ভবত ঠিকানা হবে ।
ভাল থাকুন সবসময় । ধন্যবাদ ।
ভাল থাকুন।