ফিরে যাও
তুমি অথৈ জলে
ভেসে আসা পদ্মফুল ?
নাকি কি গোলাপের সুবাস
নাকি কি, কোনো ছলনাময়ী নারীর
শ্যামাসংগী নারীবেশে রাক্ষসী
অট্টহাসির যন্ত্রনা,
কান্না বেদনা
ছুঁয়ে যাক ।
যে রূপ তোমাকে দান করেছে
তোমাকে করেছে দান
মূর্ছনা মাধুর্য
এবং তোমার সরলতা
আমাকে করেছে ব্যাকুল
ওগো অভিশপ্ত নারী
ফিরে যাও
ফিরে যাও
থাকো পড়ে
অচিন মায়াজালে ।
বর্ণনা:জমিদার তার রাজ্ দরবারের তার প্রিয় নর্তকীকে রাক্ষসী নারী সাথে তুলনা করেছেন ।
ভেসে আসা পদ্মফুল ?
নাকি কি গোলাপের সুবাস
নাকি কি, কোনো ছলনাময়ী নারীর
শ্যামাসংগী নারীবেশে রাক্ষসী
অট্টহাসির যন্ত্রনা,
কান্না বেদনা
ছুঁয়ে যাক ।
যে রূপ তোমাকে দান করেছে
তোমাকে করেছে দান
মূর্ছনা মাধুর্য
এবং তোমার সরলতা
আমাকে করেছে ব্যাকুল
ওগো অভিশপ্ত নারী
ফিরে যাও
ফিরে যাও
থাকো পড়ে
অচিন মায়াজালে ।
বর্ণনা:জমিদার তার রাজ্ দরবারের তার প্রিয় নর্তকীকে রাক্ষসী নারী সাথে তুলনা করেছেন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০১৮ভালো হয়েছে।
-
আরণ্যক আরাধ্য ২৪/০৬/২০১৮ভালো লাগলো।
কবির জন্য শুভ কামনা। -
পি পি আলী আকবর ২৩/০৬/২০১৮দারুণ থিম
-
রেজাউল আবেদীন ২৩/০৬/২০১৮হা তাই ঠিক, অনেক গল্পের লেখায় কিছু কিছু নারীর চরিত্রকে ঠিক রাক্কসীনির সাথে তুলনা করেছে। এতে হয়তো কেউ কেউ মরমাহত হতে পারে কিন্তু সত্য হচ্ছে এতে সহমত প্রকাশ করছি ... কারন বাস্তবতা বড়ই ভ্য়াবহ !
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৬/২০১৮অসাধারণ থিম.............
-
সাইদ খোকন নাজিরী ২৩/০৬/২০১৮অসাধারণ আর্ট।