পাখি
অচেনা পাখি গুলো
ঘুরে ঘুরে ফিরে তার নিজের ঘরে
ডানা মেলে উড়ে যায় আকাশে
দূর ও সুদূরে
যেখানে নেই কোনো সীমানা
বাধাহীন, মেঘ পাড়াতে, মেঘের দেশ
পাখি গুলো ঘুরে ফিরে নীল আর নীলিমায়
তারা হারিয়ে যায় ধানা মেলে আকাশে ।
ঘুরে ঘুরে ফিরে তার নিজের ঘরে
ডানা মেলে উড়ে যায় আকাশে
দূর ও সুদূরে
যেখানে নেই কোনো সীমানা
বাধাহীন, মেঘ পাড়াতে, মেঘের দেশ
পাখি গুলো ঘুরে ফিরে নীল আর নীলিমায়
তারা হারিয়ে যায় ধানা মেলে আকাশে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২২/০৬/২০১৮এমনিতে খুব সুন্দর হয়েছে।তবে ধানার মানা বুঝলাম না।