www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এবং তোমার প্রেম-৬

এবং তোমার প্রেম
না বলা কথা
গুলো অবশিষ্ট রয়ে গেলো
চোখ বন্ধ করলে দেখি
তোমার মায়া মাখা মুখ
কানের সেই ঝুমকা
একটা অংশ আমার কাছে
বলতে যে তোমাকে
বলতে পারিনি
ভালোবাসি তোমাকে ।
ইউনিভার্সিটি ক্যান্টিন আশেপাশে ছাত্র ছাত্রীরা আড্ডা দিয়েছে,মানুষ চলাফেরা করছে, ক্যান্টিনের এক কোণে সোহান,ইমরান,রিফাত বসা বাকি দুইজন সোহানের কবিতা পড়া শুনলো ।
ইমরান:দারুন হয়েছে দোস্ত অসাধারণ ।
সোহান :আমি ভাবছি লন্ডন চলে যাবো ।
রাফাত : কি বলছি তুই এ সব ?
সোহান: সত্যি,আমি নাদিয়াকে হারিয়ে ফেলেছি, আমি ওর জন্য
সারাজীবন অপেক্ষা করবো ।
ইমরান:আর নাদিয়ার যদি বিয়ে হয়ে যায় তাহলে, কি করবি? দেখিস নাদিয়াকে স্বামীর সাথে ।
সোহান:ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, বিয়ে করবো না ।
রাফাত:দোয়া করি দোস্ত,তুই নাদিয়াকে,ফিরে পাস ।
তোকে বলতে ভুলে গেছি ,আমি সাইফকে নিয়ে নাদিয়ার বাসা খুঁজতে গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি,এতো বড় এলাকাতে ঠিকানা বের করা কঠিন,আর ওর ছবিটাতে স্পষ্ট কিছু বুঝা যাচ্ছে না ।
তুই, দিনে দিনে নিজেকে শেষ করে দিছিস,অন্টি আমাকে ফোন দিয়েছিলো, তিনি তোর জন্য খুব অস্থির ।
ইমরান: একটা কথা বলতে চাই রাগ করিস না আমার উপরে,একটা মেয়ের জন্য নিজেকে ও নিজেকে পরিবারকে কষ্ট দেয়া উচিত না ।
তুই তোর নিজের কষ্টটাই বড় করে দেখলি তোর পরিবারে কষ্টের কথা ভাবছিস না ।
এসব ভিত্তিহীন ভালবাসা,
সোহান:মাকে তো বলা উচিত ছিল অনেক আগেই,তারা সবাই ব্যাপারটা, জেনে গেছে । আমার পরিবারে যদি আমার প্রতি, বিন্দু মাত্র আগ্রহ থাকতো,তাহলে আমি অমানুষ হতাম না, তারা তাদের কাজকে বড় করে দেখেছে সবসময়ে, আমি কি করছি না করছি, তাদের কোনো মাথা ব্যথা নেই,তারা আছে তাদের পার্টি আর মিথ্যে অহংকার নিয়ে,আমি যে একটা মানুষ, আমার ভব্যিষৎ কি হবে তাদের কোনো খেল নেই , এখন এসেছে মিথ্যে সিম্প্যাথি দেখাতে ।তোর গুনে হাসি পেল
ইমরান:খাবার বিল কে দিবে?
রাফাত:আমি দিবো সাইফ চলে এসেছে
সাইফ:সবাই আছে দেখছি, সোহান তোর কি খবর? তোর জন্য আমার মাথায়, একটা নতুন আইডিয়া এসেছে,তুই রেডিওতে লাভ গুরুর প্রোগ্রাম "লাভ ট্রেন"শুনেছিস, তুই সেই প্রোগ্রামের যেয়ে তোর নিজের ঘটনা শেয়ার কর ।
এই প্রোগ্রাম নাদিয়া শুনে থাকে, তাহলে তোকে response করবে ।
সোহান:থাঙ্কস দোস্ত, তোর আইডিয়া আমার কাছে ভালো লেগেছে, আমার সেই মন মানুষিকতা আর নেই,আমার মনের জোর কমে গেছে ।
হতাশাগ্রস্থ জীবন থেকে মুক্তি চাই ।
শাহনাজ সাদেক (নাদিয়ার মা)
নাদিয়ার রুমের তাড়াহুড়া করে নাদিয়ার মা খুশি মনে ঢুকলো,তার হাতে একটা ছেলের ছবি, নাদিয়ার মা নাদিয়াকে দেখিয়ে বললো
মা :নাদিয়া দ্যাখ,এই ছেলেকে তোর বিয়ের জন্য পছন্দ করা হয়েছে , তোর বাবা অফিস কালিক জামাল সাহেবের, ভাইয়ের ছেলে,আগামী শুক্রুবার তোকে দেখতে আসবে,তোকে যদি দেখে তোদের পছন্দ হয়ে, তাহলে বিয়ে কথা পাকাপাকি করবে ।
নাদিয়া: আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো কেন ?
মা:সব কথা তোকে জিজ্ঞাসা করতে হবে, সুপাত্র তোর কপাল ভালো বলেই বিয়ের সম্পর্কে এসেছে ।
ছেলের ছবি নাদিয়ার মুখের সামনে ধরলো,নাদিয়া ছবিটির দিকে তাকালো না
মা:মুখে কোনো কথা নেই কেন ?
নাদিয়া:তোমরা যা ভালো মনে করো, তাই করো ।
মা : তোর বাবাকে, বলি তুই বিয়েতে সম্মতি দিয়েছিস (কথা শেষ করেই রুম থেকে বেরিয়ে গেলো)
নাদিয়া তার মাকে উদেশ্য করে বললো ।
নাদিয়া:মা, তোমরা আমাকে তার সাথে বিয়ে দাও কিন্তু আমি কোনো দিনও, তার হতে পারবো না, বলেই পিছন ঘুরে তাকাতে সে দেখে,তার মা পিছনে নেই, নাদিয়ার চোখ থেকে
পানি বেরিয়ে আসলো ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চালিয়ে যান,চালাতে তো হবেই,যেহেতু আছেন চলমান।চালাতে চালাতেই একদিন হবে বেগবান।আর সেদিনই ছড়াবে চারপাশে নিজের মান।
    বেশ ভাল হয়েছে।
  • প্রেম বড় জটিল।
  • অসাধারন লেগেছে।
  • একেকটি কম্পোজিশন মানেই একেকটি চমক।।

    দারুণ ........
 
Quantcast