আমাকে পাবে
তুমি আমাকে পাবে সেখানে
যেখানে থাকবেন না
কোনো ভেদাভেদ
তোমার আর আমার মধ্যবর্তি জায়গায়
থাকবেন না কোনো দ্বন্ধ মানুষে মানুষে
ভালোভাবে কাটবে সময়ে,
এক একটি মুহূর্ত যেন হবে স্মরণীয় দিন
ভালবাসা যদি পেতে চাও ভালবাসা ছড়িয়ে দাও
মানুষের মাঝে তাদের দাও আদর,
বাড়িয়ে দাও তোমার সাহায্যের হাতটি
দাও একটু সহানূভুতি অসহায় মানুষের প্রতি
তার মাঝে পাবে তুমি আমাকে
আমি মরে যেয়ে মিশে আছি তাদের মাঝে ।
যেখানে থাকবেন না
কোনো ভেদাভেদ
তোমার আর আমার মধ্যবর্তি জায়গায়
থাকবেন না কোনো দ্বন্ধ মানুষে মানুষে
ভালোভাবে কাটবে সময়ে,
এক একটি মুহূর্ত যেন হবে স্মরণীয় দিন
ভালবাসা যদি পেতে চাও ভালবাসা ছড়িয়ে দাও
মানুষের মাঝে তাদের দাও আদর,
বাড়িয়ে দাও তোমার সাহায্যের হাতটি
দাও একটু সহানূভুতি অসহায় মানুষের প্রতি
তার মাঝে পাবে তুমি আমাকে
আমি মরে যেয়ে মিশে আছি তাদের মাঝে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৯/০৭/২০১৮মন ভুলাতে নয় ।আপনার কিছু কিছু লেখা হৃদয় ছুঁয়ে যায়।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৫/২০১৮ওহ! দারুণ উপভোগ করলাম
-
গাজী তারেক আজিজ ০৪/০৫/২০১৮shukh pattho
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৫/২০১৮সুন্দর ভাবনা।
-
আব্দুল হক ০৪/০৫/২০১৮আপনি অনেক ভালো লিখেছেন। মোবারকবাদ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৫/২০১৮Very nice!
-
কামরুজ্জামান সাদ ০৪/০৫/২০১৮ভাল লিখেছেন।
-
সেলিম রেজা সাগর ০৩/০৫/২০১৮মানবতার জয়গান হোক।