মনের ভিতরে ঝড়ো হাওয়া
মনের ভিতরে ঝড়ো হাওয়া
দমকা হাওয়া একটু একটু করে
পর পর,ঝুম বৃষ্টিতে আজ
আমরা ভিজবো দুইজন
মনে লেগেছে আজ কিসের রং
পায়ে কার নুপুর বাজে ?
শুনতে লাগে ভারী মিষ্টি
চোখের পাতায় ঘুম চলে আয়ে ।।
কি যে দারুন সৃষ্টি এলো বুঝি
বাহিরে ঝড় বৃষ্টি
বিদ্যুৎ চমকানোর শব্দে
বুঝে কে হানা দিলো মনের ভিতর
মেঘে ডেকে ফেলে অচিন আকাশ
মনের ভিতর কালো মেঘ জমেছে
নেইরে চোখে কারো ঘুম ।
দমকা হাওয়া একটু একটু করে
পর পর,ঝুম বৃষ্টিতে আজ
আমরা ভিজবো দুইজন
মনে লেগেছে আজ কিসের রং
পায়ে কার নুপুর বাজে ?
শুনতে লাগে ভারী মিষ্টি
চোখের পাতায় ঘুম চলে আয়ে ।।
কি যে দারুন সৃষ্টি এলো বুঝি
বাহিরে ঝড় বৃষ্টি
বিদ্যুৎ চমকানোর শব্দে
বুঝে কে হানা দিলো মনের ভিতর
মেঘে ডেকে ফেলে অচিন আকাশ
মনের ভিতর কালো মেঘ জমেছে
নেইরে চোখে কারো ঘুম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৪/০৪/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৪/২০১৮অসাধারন, অনন্য, অতুলনীয়।
ফিরে ফিরে তোমায় চাওয়।
অনেক সুন্দর লেখনি প্রিয় কবি।