বড়োই অচেনা
পিপাসুখ মানুষ বড়োই অচেনা
অচেনা দুইটি চোখ দুইটি হাত
নিস্প্রান এই হৃদয়
ধীরে ধীরে বইছে বাতাস অচেনা শহরে ।।
অচেনা বহুদূর
নিস্প্রান দুই পা
চলছে তো চলছে
পিপাসুখকে মানুষ গুলো বড়োই অচেনা ।
ব্যাখ্য:একজন পথিক যার নতুন শহরে এসেছে তার যাবতীয় জিনিস সব হারিয়ে গেছে (চুরি হয়ে গেছে) কিভাবে পিছাবে তার গন্তব স্থান ।
অচেনা দুইটি চোখ দুইটি হাত
নিস্প্রান এই হৃদয়
ধীরে ধীরে বইছে বাতাস অচেনা শহরে ।।
অচেনা বহুদূর
নিস্প্রান দুই পা
চলছে তো চলছে
পিপাসুখকে মানুষ গুলো বড়োই অচেনা ।
ব্যাখ্য:একজন পথিক যার নতুন শহরে এসেছে তার যাবতীয় জিনিস সব হারিয়ে গেছে (চুরি হয়ে গেছে) কিভাবে পিছাবে তার গন্তব স্থান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০১৮বেশ!
-
মোঃ ফাহাদ আলী ২৩/০৪/২০১৮সুন্দর লেখনি।
-
কামরুজ্জামান সাদ ২৩/০৪/২০১৮ভাল।
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/০৪/২০১৮সুন্দর প্রয়াস।
অব্যাহত রাখুন কবি।
অভিনন্দন রইল। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৪/২০১৮Very nice!