এই আমরা হাতটি তুমি ধরো
এই বুঝি দেখা পেলাম তার
আমার হাতটি তুমি ধরো?
তোমার কথা শুনবো
বলে আমি।।
ভাবছি কত শত
এই আমরা হাতটি ধরো তুমি?
বিয়ের কি ফুতিবে তোমার, আমার ।
ব্যাখ্যা:
পাত্র ও পাত্রীর বিবাহ বন্ধনে অবোধ হওয়াকে
বুঝানো হয়েছে ।
"এই বুঝছি দেখা পেলাম তার "
পাত্র পাত্রীর খোঁজ পেয়েছে,
"হাত ধরাকে"
তুলনা করা হয়েছে বিবাহ বন্ধনের সাথে ।
আমার হাতটি তুমি ধরো?
তোমার কথা শুনবো
বলে আমি।।
ভাবছি কত শত
এই আমরা হাতটি ধরো তুমি?
বিয়ের কি ফুতিবে তোমার, আমার ।
ব্যাখ্যা:
পাত্র ও পাত্রীর বিবাহ বন্ধনে অবোধ হওয়াকে
বুঝানো হয়েছে ।
"এই বুঝছি দেখা পেলাম তার "
পাত্র পাত্রীর খোঁজ পেয়েছে,
"হাত ধরাকে"
তুলনা করা হয়েছে বিবাহ বন্ধনের সাথে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৮হাত ধরা অত সহজ হবে কি?
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৪/২০১৮এখানেই কবি নীরব।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৮“কে কার হাত ধরবে”? বুঝতে পারলাম।
কিন্তু “সে কার দেখা পেল”? বুঝতে পারিনি। -
মোঃ ফাহাদ আলী ২১/০৪/২০১৮সুন্দর লেখনি। ভালো লাগলো।