সাদা লাল রং
বৈশাখ এলে পান্তা ভাতের কদর বাড়ে
সারা বছর এই খাবারকে করি আমরা তুচ্ছ,
এই বললাম বৈশাখের খাবারে মেনু
বৈশাখ হলো বাঙালিদের প্রাণের উৎসব
রসের খাবার কিংবা স্বাদের চটপটি
সাদা লাল রং বাহারি রূপ দেখে
যে হলাম,লাগি লাগি
আসছে বৈশাখ,দূর হোক যত গ্লানি
নতুন আলোর সূচনা ঘটুক সবার জীবনে ।
সারা বছর এই খাবারকে করি আমরা তুচ্ছ,
এই বললাম বৈশাখের খাবারে মেনু
বৈশাখ হলো বাঙালিদের প্রাণের উৎসব
রসের খাবার কিংবা স্বাদের চটপটি
সাদা লাল রং বাহারি রূপ দেখে
যে হলাম,লাগি লাগি
আসছে বৈশাখ,দূর হোক যত গ্লানি
নতুন আলোর সূচনা ঘটুক সবার জীবনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮বাহ! সুন্দর প্রকাশ।
-
সাঁঝের তারা ১৩/০৪/২০১৮নববর্ষের শুভকামনা ও শুভেচ্ছা প্রিয় কবি ...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৪/২০১৮অসাধারন কবিতা। ভালো থাকবেন।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০১৮তবুও মানুষ বাঙালি হয়ে উঠুক।