এবং তোমার প্রেম
তোমার ওই মুখ
তোমার মতন কেউ নেই
তুমি আছো বা তুমি নেই
আমি আছি স্বপ্নের মাঝে
তোমার কাছাকাছি
জানো,প্রেমের কোনো দিনও মৃত্যু হয়না
তুমি নেই কিংবা নেই,
কিন্তু আমি আছি ।
শুধু তোমার কিছু স্মৃতি,পরে রয়েছে
সেই স্মৃতি গুলো আঁকড়ে ধরে
এতটা দিন কতটা বছর
পার হয়ে গেল
কত বসন্ত চলে যায়
জানিনা,আজও কি পাবো তোমার দেখা ?
নাকি,কোনোদিন ও মিলবে না তোমার ঠিকানা
স্বপ্নের রাজ্যতোর মনিকোঠায়,অন্য কারো বসবাস
তোমার ওই মুখ
এবং তোমার প্রেম ।
তোমার মতন কেউ নেই
তুমি আছো বা তুমি নেই
আমি আছি স্বপ্নের মাঝে
তোমার কাছাকাছি
জানো,প্রেমের কোনো দিনও মৃত্যু হয়না
তুমি নেই কিংবা নেই,
কিন্তু আমি আছি ।
শুধু তোমার কিছু স্মৃতি,পরে রয়েছে
সেই স্মৃতি গুলো আঁকড়ে ধরে
এতটা দিন কতটা বছর
পার হয়ে গেল
কত বসন্ত চলে যায়
জানিনা,আজও কি পাবো তোমার দেখা ?
নাকি,কোনোদিন ও মিলবে না তোমার ঠিকানা
স্বপ্নের রাজ্যতোর মনিকোঠায়,অন্য কারো বসবাস
তোমার ওই মুখ
এবং তোমার প্রেম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৩/১২/২০১৭কবি,কল্পনাশক্তির তারিফ করতেই হবে।আর একটু যত্ন নিলে কবিতাটা আরও সুন্দর হোত।শুভেচ্ছা থাকল কবিবর।ভাল থাকুন।
-
হুসাইন দিলাওয়ার ১৩/১২/২০১৭সুন্দর কবিতা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১২/২০১৭স্মৃতি মানে সুখ কিংবা ব্যথা ।
যাক অনেক ভাল । আরো ভাল হউক । শুভেচ্ছা । -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৩/১২/২০১৭সুন্দর কবিতার প্রকাশ করেছেন।
-
আনোয়ার পারভেজ শিশির ১২/১২/২০১৭সেই স্মৃতি গুলো আঁকড়ে ধরে... কত কত মানুষের জীবনে শুধু এই স্মৃতিই যেন তার বেচে থাকার অনুপ্রেরণা... অনেক ভালো লাগলো আপনার লেখা... শুভেচ্ছা...
-
হুসাইন দিলাওয়ার ১২/১২/২০১৭অসাধারণ,,,,,
-
সাইয়িদ রফিকুল হক ১২/১২/২০১৭ভালো।
-
মাহিদ সিদ্দিকী আলিফ ১২/১২/২০১৭খুব সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭অতি সুন্দর প্রিয় কবি।