মোর জীবন আর মোর মরণ
এই নিয়ে বসে রই
বোবা মুখে কানে শুনি
দূর হতে সুর বাজে
সুরে সুরে মোর
পরান নেচে উঠে
জীবনে আলো জেলে
নিভে যাওয়া আলো পুনরায়
আরো একবার
শুধু শখ বড়ো জাগে
তার পবিত্র মুখটি,দেখিবার
এক জীবনে চলে যাওয়া সময়ে
অনেক কিছু চাওয়ার ছিল
পরে থাকা স্মৃতি
মোর জীবন আর মোর মরণ ।
বোবা মুখে কানে শুনি
দূর হতে সুর বাজে
সুরে সুরে মোর
পরান নেচে উঠে
জীবনে আলো জেলে
নিভে যাওয়া আলো পুনরায়
আরো একবার
শুধু শখ বড়ো জাগে
তার পবিত্র মুখটি,দেখিবার
এক জীবনে চলে যাওয়া সময়ে
অনেক কিছু চাওয়ার ছিল
পরে থাকা স্মৃতি
মোর জীবন আর মোর মরণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর আই লিটন ২৬/১১/২০১৭ভালো লাগলো
-
সুজয় সরকার ২৫/১১/২০১৭বাঃ