বাঁধন -৩
শুভ: No,its okay.Any problem ?
নীলা:Softntech প্রজেক্ট নিয়ে সরাসরি হাত দিয়েছি,আমাদের papers,domain,hosting
কেনা যাবতীয় সব কাজ,এক্দম রেডি ।
আদিনা:দাঁড়িয়ে শুনছে,সে তার মোবাইল ফোন ধরে একদিক ওদিক করে দেখছে ।
শুভ:Good news,just carry on.
নীলা:Ok, Sir.
শুভ:আর কোনো ম্যাটার নিয়ে যে কোনো ডিসিশন নেয়ার, জন্য, আমাকে ফোন দিয়ে জানবে ।
নীলা:Ok, Sir Bye.
শুভ:Bye.
শুভ মুখে হাসি ।
আদিনা:গুড নিউস ?
শুভ:হ্যাঁ আমাদের কোম্পানি একটা বড় কাজ পেয়েছে, এক কথায় বলা যায়, খুব বড় কোম্পানির কাজ করতে চলেছে আমাদের সফটওয়্যার ফার্ম
আদিনা:Congrates.
শুভ:Thanks.Sorry তোমার ফোনটি নিয়ে এসব ।
বলে না বলতেই আদিনা উত্তর দিলো ।
আদিনা:আরে না,আমার খুব ভালো লাগছিলো, চলো আবার আমরা করি,অনেক মজার ।
আদিনা হেসে বললো ।
শুভ:না, চলো ঐদিকে যাওয়া যাক ।
আদিনা:চলো ।
আদিনা:সাগরে পানি পা ভিজাচ্ছে,আর ইয়ারফোনে গান শুনছে ।
শুভ:শুভ দাঁড়িয়ে আকাশ আর সমুদ্র দেখছে,যেন আকাশটা সাগর সাথে মিলে গেছে সেকি অপূর্বে মন ভোলানো দৃশ্য,বাতাসের তান্ডপ মনের আকুলতি যেন তিন গুন্ বাড়িয়ে দিয়েছি,দূরে এক জোড়া ঘুদল, এসে দাঁড়ালো,
শুভর চোখ পরে গেলো তাদের দিকে,শুভ চোখ ফিরিয়ে নিয়ে কারণ সবার জীবনে ভালোবাসা নামের সুখ পাখিটা ধরা দেয়না শুধু শুধু সেসব না দেখাই ভালো ।
আদিনা:মন খারাপ ?
শুভ :আসলে আমি আমাদের অফিস প্রজেক্ট নিয়ে খুব গভীর ভাবে ভাবছিলাম
আদিনা: ওহ আমি ভাবলাম কি নাকি ।
শুভ :কি গান শুনছো ?
আদিনা: রিকল ব্যান্ডের গান ... "এতটা ভালোবাসি" ... কেন শুনবে ?
শুভ: না তুমি শুনো ।
---চলবে---
নীলা:Softntech প্রজেক্ট নিয়ে সরাসরি হাত দিয়েছি,আমাদের papers,domain,hosting
কেনা যাবতীয় সব কাজ,এক্দম রেডি ।
আদিনা:দাঁড়িয়ে শুনছে,সে তার মোবাইল ফোন ধরে একদিক ওদিক করে দেখছে ।
শুভ:Good news,just carry on.
নীলা:Ok, Sir.
শুভ:আর কোনো ম্যাটার নিয়ে যে কোনো ডিসিশন নেয়ার, জন্য, আমাকে ফোন দিয়ে জানবে ।
নীলা:Ok, Sir Bye.
শুভ:Bye.
শুভ মুখে হাসি ।
আদিনা:গুড নিউস ?
শুভ:হ্যাঁ আমাদের কোম্পানি একটা বড় কাজ পেয়েছে, এক কথায় বলা যায়, খুব বড় কোম্পানির কাজ করতে চলেছে আমাদের সফটওয়্যার ফার্ম
আদিনা:Congrates.
শুভ:Thanks.Sorry তোমার ফোনটি নিয়ে এসব ।
বলে না বলতেই আদিনা উত্তর দিলো ।
আদিনা:আরে না,আমার খুব ভালো লাগছিলো, চলো আবার আমরা করি,অনেক মজার ।
আদিনা হেসে বললো ।
শুভ:না, চলো ঐদিকে যাওয়া যাক ।
আদিনা:চলো ।
আদিনা:সাগরে পানি পা ভিজাচ্ছে,আর ইয়ারফোনে গান শুনছে ।
শুভ:শুভ দাঁড়িয়ে আকাশ আর সমুদ্র দেখছে,যেন আকাশটা সাগর সাথে মিলে গেছে সেকি অপূর্বে মন ভোলানো দৃশ্য,বাতাসের তান্ডপ মনের আকুলতি যেন তিন গুন্ বাড়িয়ে দিয়েছি,দূরে এক জোড়া ঘুদল, এসে দাঁড়ালো,
শুভর চোখ পরে গেলো তাদের দিকে,শুভ চোখ ফিরিয়ে নিয়ে কারণ সবার জীবনে ভালোবাসা নামের সুখ পাখিটা ধরা দেয়না শুধু শুধু সেসব না দেখাই ভালো ।
আদিনা:মন খারাপ ?
শুভ :আসলে আমি আমাদের অফিস প্রজেক্ট নিয়ে খুব গভীর ভাবে ভাবছিলাম
আদিনা: ওহ আমি ভাবলাম কি নাকি ।
শুভ :কি গান শুনছো ?
আদিনা: রিকল ব্যান্ডের গান ... "এতটা ভালোবাসি" ... কেন শুনবে ?
শুভ: না তুমি শুনো ।
---চলবে---
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭বেশ ভাল।।।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭এত অল্পতে শেষ করলেন?আরো বড় করা যেতে পারতো পর্বটা
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১০/২০১৭গল্পের ফরমেট তো নাটকের মতো হয়েছে বন্ধু।
-
আজাদ আলী ২৫/১০/২০১৭Valoi