বৃথের সাথে সন্ধি-২
আমি ভুলে যাই অতীতের দিন
নিঃস্বঙ্গতা আমাকে গ্রাস করে প্রতিবার
এই ছন্নছাড়া জীবনে স্বীকৃতি মূলক প্রতিদান
পাই কি না পাই
যদি পেতাম একটু ঠাঁই
খুঁজে নিতাম সেই মানুষ গুলোকে
কে হবে নিবাক চলন্ত ছবির
নায়ক অথবা নায়িকা?
পাবে কি খোঁজ...
একটু ঠাঁই পাবে কি মোর চরণে
বৃত্তের সাথে সন্ধি
আমি বৃত্তবন্ধী ।
নিঃস্বঙ্গতা আমাকে গ্রাস করে প্রতিবার
এই ছন্নছাড়া জীবনে স্বীকৃতি মূলক প্রতিদান
পাই কি না পাই
যদি পেতাম একটু ঠাঁই
খুঁজে নিতাম সেই মানুষ গুলোকে
কে হবে নিবাক চলন্ত ছবির
নায়ক অথবা নায়িকা?
পাবে কি খোঁজ...
একটু ঠাঁই পাবে কি মোর চরণে
বৃত্তের সাথে সন্ধি
আমি বৃত্তবন্ধী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/১০/২০১৭ভালো।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১০/১০/২০১৭কবি গো! বন্ধু হবে?
-
মধু মঙ্গল সিনহা ১০/১০/২০১৭ভালো লাগল।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৭কয়েকটি বানান ঠিক করা দরকার ।
বোধোদয় হোক লেখার সৌন্দর্যের ।
কেউ তো হবেই মনের মানুষ
চিত্তে বৃত্তে আসুক অনন্ত হুঁস ।