বৃত্তের সাথে সন্ধি
গানের কথা স্বরলিপি
আজ লেখা হলো
কে তুমি, বলো না
স্বপ্নের মাঝে, অবিরত
উদ্সর্গ উম্মোচন
কে তুমি, বলে দাও আমায়
সামনে বিলাস জলরাশি
তুবও মিটে না, পিপাসা
মনের আকুলতা
স্বর্গ হতে, স্বর্গীয় দূত
কে তুমি, নীলিমার নীল
বৃত্তের সাথে সন্ধি ।
আজ লেখা হলো
কে তুমি, বলো না
স্বপ্নের মাঝে, অবিরত
উদ্সর্গ উম্মোচন
কে তুমি, বলে দাও আমায়
সামনে বিলাস জলরাশি
তুবও মিটে না, পিপাসা
মনের আকুলতা
স্বর্গ হতে, স্বর্গীয় দূত
কে তুমি, নীলিমার নীল
বৃত্তের সাথে সন্ধি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৬/১০/২০১৭darun
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৭বৃত্তের ভিতর নৃত্য
ভরে সবার চিত্ত ।
তাই হয়ে যায় সন্ধি অতপর হবে বন্দি ।
জানাই ধন্যবাদ নিরবধি । -
মুক্তপুরুষ ১০/১০/২০১৭অনবদ্য কবিতা
-
আজাদ আলী ১০/১০/২০১৭Fantastic
-
কে. পাল ০৯/১০/২০১৭Valo
-
সাঁঝের তারা ০৯/১০/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭সুন্দর কবি।
-
অনিক মজুমদার ০৯/১০/২০১৭সে তো সন্ধিমুখ বৃত্ত