রেডিওতে তোমার কণ্ঠ
তোমার গতকাল রেডিওতে দেয়া ইন্টারভিউয়ে
তোমার তৈরী নাটকের কোথা বলতে বলতে
আলাপ চারিতায়ে এলো গেলো
ভালবাসার প্রকাশ করা প্রসঙ্গ
তুমি যা বলেছো
"মেয়েদের নাকি বুক ফাটে
তো মুখ ফোটেনা"
"মেয়েরা নাকি খুব সহজে কেউকে "ভালবাসি"
কোথাটি বলতে পারেনা
সমাজ ভালো চোখে দেখা না
আমি এখন বলি শুনো
ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না
আর সেই যুগ নেই
পাল্টে গেছে সমাজ
নেই কোন হিংসার বেড়াজাল
তুবও আঁধার মাঝে বন্ধী
আমরা কেউ কেউ !
রেডিওতে যখন তোমার ইন্টারভিউ শুনেছিলাম
কেঁদে ফেললাম কতদিন পর তোমার কণ্ঠ শুনতে পেলাম
মনে হয়েছে প্রিয় একবর্ষ গড়িয়ে গেছে
আজও আমার কানে ভাসে তোমার গলার শব্দ
মনে হয়ে তুমি গিটারে গান গাইছো
তোমার কোথা
তোমার গলা শব্দ ।
তোমার তৈরী নাটকের কোথা বলতে বলতে
আলাপ চারিতায়ে এলো গেলো
ভালবাসার প্রকাশ করা প্রসঙ্গ
তুমি যা বলেছো
"মেয়েদের নাকি বুক ফাটে
তো মুখ ফোটেনা"
"মেয়েরা নাকি খুব সহজে কেউকে "ভালবাসি"
কোথাটি বলতে পারেনা
সমাজ ভালো চোখে দেখা না
আমি এখন বলি শুনো
ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না
আর সেই যুগ নেই
পাল্টে গেছে সমাজ
নেই কোন হিংসার বেড়াজাল
তুবও আঁধার মাঝে বন্ধী
আমরা কেউ কেউ !
রেডিওতে যখন তোমার ইন্টারভিউ শুনেছিলাম
কেঁদে ফেললাম কতদিন পর তোমার কণ্ঠ শুনতে পেলাম
মনে হয়েছে প্রিয় একবর্ষ গড়িয়ে গেছে
আজও আমার কানে ভাসে তোমার গলার শব্দ
মনে হয়ে তুমি গিটারে গান গাইছো
তোমার কোথা
তোমার গলা শব্দ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৯/২০১৭কিছু বানান ভুল আছে।
-
সাঁঝের তারা ০৭/০৯/২০১৭ঠিকইতো যুগ পাল্টে গেছে ...অনবদ্য!!!
-
শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭খুব আন্তরিকতা ঢেলে তৈরী হয়েছে।
ভালো লাগলো।
অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো। -
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০১৭বেশ!
-
রইস উদ্দিন খান আকাশ ০৭/০৯/২০১৭দূরে যাওয়া স্মৃতিকে ধরতে যেও না
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৭/০৯/২০১৭আহ্