মেঘের ফাঁকে
আমার যখন মন খারাপ তখন
আকাশ পানে তাকিয়ে থাকি
তোমার কথা ভাবি ।
মেঘের ফাঁকে
তোমার মুখটি, আমি খুঁজি
জানি, তুমিও কোনো জায়গা থেকে
ওই আকাশটা দেখছো ।
আজ তুমি ও আমি কত দূরে
জানো, আমি এতীম বলে,
ভালোবাসে না কেউ মোরে,
এখন তুমিও নেই ।
দিন গুলো কাটছে আমার, পাহাড় সমান
ব্যথা ভোরে নিয়ে এই বুকে
তোমার অপেক্ষায়,পালাতে চাই
সবকিছু ছেড়ে মেঘের ফাঁকে ।
আকাশ পানে তাকিয়ে থাকি
তোমার কথা ভাবি ।
মেঘের ফাঁকে
তোমার মুখটি, আমি খুঁজি
জানি, তুমিও কোনো জায়গা থেকে
ওই আকাশটা দেখছো ।
আজ তুমি ও আমি কত দূরে
জানো, আমি এতীম বলে,
ভালোবাসে না কেউ মোরে,
এখন তুমিও নেই ।
দিন গুলো কাটছে আমার, পাহাড় সমান
ব্যথা ভোরে নিয়ে এই বুকে
তোমার অপেক্ষায়,পালাতে চাই
সবকিছু ছেড়ে মেঘের ফাঁকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭নান্দনিক উপস্থাপনা।
-
বিদ্রোহী শিহাব ০২/০৯/২০১৭বিশ্বাস কর তুমি
আজও বারংবার-
তোমার কথা আমি যে ভাবি
হয়তো দূরে আছি
তবুও সম্পর্কটা আজও
পূর্বের অবস্থায় আছে...
সত্যি আপনার লিখনিতে মুগ্ধ হলাম..... -
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০১৭সুন্দর!
-
অর্ক রায়হান ৩১/০৮/২০১৭কবিতা ভালো লাগলো। মন খারাপ 'হয়' হবে, হয়ে নয়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৮/২০১৭অ ন ব দ্য।