আঁধারে কত মূল আমি বলি
ফেসবুকের কভার
পিকচার দেখলাম
তুমি সূর্যের দিকে তাকিয়ে
ছবি তুলেছো
সেদিন সূর্যের আলো বিকিরণ করেছে
তোমাকে ঘিরে
আলো ছড়িয়ে পড়েছে তোমার গায়ে
সূর্যটাকি শুধু তোমার?
সূর্যটা ঠিক তোমারও না আমারও না
সূর্যের আলোটা সবার
কোটি কোটি মানুষের
আমি বলি
একবার ভেবে দেখো যদি
আঁধারে কত মূল
আঁধার মানে সন্ধ্যা আর রাত
রাত যদি না থাকতো তাহলে
থাকতো না কোনো প্রকৃতি
থাকতো না কোনো প্রাণ আর
ভালোবাসার অস্তিত্ব ।
পিকচার দেখলাম
তুমি সূর্যের দিকে তাকিয়ে
ছবি তুলেছো
সেদিন সূর্যের আলো বিকিরণ করেছে
তোমাকে ঘিরে
আলো ছড়িয়ে পড়েছে তোমার গায়ে
সূর্যটাকি শুধু তোমার?
সূর্যটা ঠিক তোমারও না আমারও না
সূর্যের আলোটা সবার
কোটি কোটি মানুষের
আমি বলি
একবার ভেবে দেখো যদি
আঁধারে কত মূল
আঁধার মানে সন্ধ্যা আর রাত
রাত যদি না থাকতো তাহলে
থাকতো না কোনো প্রকৃতি
থাকতো না কোনো প্রাণ আর
ভালোবাসার অস্তিত্ব ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ২৮/০৯/২০১৭ভালো
-
সমির প্রামাণিক ৩১/০৮/২০১৭সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৮/২০১৭একেবারে ভালো।
-
ফয়েজ উল্লাহ রবি ৩০/০৮/২০১৭সুন্দর লিখেছেন শুভেচ্ছা রইল।