ভালবাসা কি ভালো না
ভালবাসা হলো শুভঙ্করের ফাঁকি-
কে বলেছে ?
ভালবেসে
কেউ সুখী হয় !
কেউ সুখে নেই;তাই
বলে কি ভালবাসা ভালো নয়;
সব মিছে আশা; মিছে কল্পনা ।
বহুকালের অবহেলিতো-
ভালবাসাহীন মানুষগুলো
মুখে দিকে চেয়ে দেখ
তারা নীরবে ঝরে পরছে ।
কোনো এক অচেনা নষ্ট নেশায়
তাতে মূল্যহীন ভালোবাসার
চিত্র ফুটে আছে মনের দেয়ালে ।
কাউকে ভালোবেসে কি হবে !!
আর হবে না ভালোবাসা
কোনো মানুষের সাথে;
প্রকৃতিকে ভালোবাসাতে চাই ।
ভালোবাসা হবে সবুজের সাথে
শুধু সবুজের ।
কে বলেছে ?
ভালবেসে
কেউ সুখী হয় !
কেউ সুখে নেই;তাই
বলে কি ভালবাসা ভালো নয়;
সব মিছে আশা; মিছে কল্পনা ।
বহুকালের অবহেলিতো-
ভালবাসাহীন মানুষগুলো
মুখে দিকে চেয়ে দেখ
তারা নীরবে ঝরে পরছে ।
কোনো এক অচেনা নষ্ট নেশায়
তাতে মূল্যহীন ভালোবাসার
চিত্র ফুটে আছে মনের দেয়ালে ।
কাউকে ভালোবেসে কি হবে !!
আর হবে না ভালোবাসা
কোনো মানুষের সাথে;
প্রকৃতিকে ভালোবাসাতে চাই ।
ভালোবাসা হবে সবুজের সাথে
শুধু সবুজের ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল আকাশ ২১/০৯/২০১৭খুব সুন্দর।
-
এস এম আলমগীর হোসেন ২০/০৯/২০১৭ভালবাসা তো অবশ্যয় আছে বলতে পারেন প্রকৃত ভালবাসা নেই
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০১৭ভালো।
আর তবুও যে ভালোবাসতে হয়! -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৮/২০১৭বেশ তো!
-
আব্দুল হক ২৫/০৮/২০১৭লিখাটি সুন্দর বেশ, লিখেছেন অনেক!!
-
এম এম হোসেন ২৫/০৮/২০১৭সুন্দর!
-
সুশান্ত বিশ্বাস ২৪/০৮/২০১৭ভালোবাসা ছাড়া কবির কবিতায় মাধুর্য পায় না তাই ভালোবাসা খুব ভালো||অতপর, লেখাটা খুব ভালো হয়েছে|||
-
আব্দুল হক ২৪/০৮/২০১৭ভালোবাসা আছে,ছিল ও থাকবেন কিন্তু দুষ্কর হয়ে আছে।
-
আলমগীর কাইজার ২৪/০৮/২০১৭খুব সুন্দর অনুধাবন। তবুও কবি কি পারে ভালো না বেসে থাকতে পৃথিবীতে,,, তাই কবিকে ভালোবাসতেই হয়, সেটা হোক মানুষ কিম্বা প্রকৃতি। শুভকামনা রইল।