নামবেই আঁধার
একটু পরে নামবেই আঁধার
তোমার প্রতিচ্ছবি রুমের আয়নাতে
রং দিয়ে রাঙাবো দুইজনের জীবন
নামবে বৃষ্টির হিমেল বাতাসের তোরে
কিছু বলো কিছুই বলবেনা?
তাঁর গোলগাল চেহেরা কালো গায়ের রং
কুঁকড়ানো চুল,এমন এক মায়া
তাকিয়ে থাকি যেন তোমার ভিতরে আমি
ঢুবে যাই অবিরাম
আয়নাতে তোমার কাছে আমার
অনেক বায়না ।
*বর্ণনা:এই কবিতায় একটি মেয়ে তার প্রেমিকের সাথে কিছুক্ষণ আগে মোবাইল ফোনে কথা
শেষ করে ফোনে রেখে দিলো। প্রেমিক ছেলেটি বলল "সে তার অফিসিয়াল কাজে খুব ব্যস্ত "সেদিন তাদের দেখা হবার কথা ছিল কিন্তু দেখা হলোনা । মেয়েটি তার ড্রেসিং টেবিলের আয়না সাথে কথা বলছে তার প্রেমিককে ভেবে কথা বলেছে ।
মেয়ের ব্যকুলতা এবং অনেক আবদার এই কবিতা তুলে ধরা হয়েছে ।
তোমার প্রতিচ্ছবি রুমের আয়নাতে
রং দিয়ে রাঙাবো দুইজনের জীবন
নামবে বৃষ্টির হিমেল বাতাসের তোরে
কিছু বলো কিছুই বলবেনা?
তাঁর গোলগাল চেহেরা কালো গায়ের রং
কুঁকড়ানো চুল,এমন এক মায়া
তাকিয়ে থাকি যেন তোমার ভিতরে আমি
ঢুবে যাই অবিরাম
আয়নাতে তোমার কাছে আমার
অনেক বায়না ।
*বর্ণনা:এই কবিতায় একটি মেয়ে তার প্রেমিকের সাথে কিছুক্ষণ আগে মোবাইল ফোনে কথা
শেষ করে ফোনে রেখে দিলো। প্রেমিক ছেলেটি বলল "সে তার অফিসিয়াল কাজে খুব ব্যস্ত "সেদিন তাদের দেখা হবার কথা ছিল কিন্তু দেখা হলোনা । মেয়েটি তার ড্রেসিং টেবিলের আয়না সাথে কথা বলছে তার প্রেমিককে ভেবে কথা বলেছে ।
মেয়ের ব্যকুলতা এবং অনেক আবদার এই কবিতা তুলে ধরা হয়েছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৮/২০১৭বেশ ভালো বলেছেন আপনার কথা আমি মনে রাখলাম ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য ।
-
আহমাদ মাগফুর ১২/০৮/২০১৭কবিতার গতিপথটা আরেকটু ধীরগামী হলে বোধহয় আরো ভাল্লাগতো কবিতাটা।
-
কাজী জুবেরী মোস্তাক ০৩/০৮/২০১৭সত্যিই অসাধারণ
-
আ'বিরু সাবীল ০৩/০৮/২০১৭হোয়াট অ্যা রোমান্টিক ফিলিংস!!!
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৩/০৮/২০১৭কম সুন্দর না!
-
Abdullah Al Mamun ০৩/০৮/২০১৭Valo
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৩/০৮/২০১৭বেশ্ ভাল