চুপ
চুপ কোনো কথা না
হাতে রেখে হাত
চোখে চোখে কথা হোক
আজ বৃষ্টির দিন বৃষ্টির সাথে কথা বলি
কান পেতে শুনু হৃদয়ে স্পন্দ
কি বলছে তোমায়
তোমার মাঝে আমি নিজেকে হারাই
আমার খুশি শুধু তুমি
শোনো এই হৃদয়ে কি বলছে
চুপি চুপি
মুঠোফোনে কথোপকথনে
তোমার তরফ চললাম
এবার তোমার চোখটি মেল
দেখো তোমার সামনে আমি
কল্পনাতে ।
হাতে রেখে হাত
চোখে চোখে কথা হোক
আজ বৃষ্টির দিন বৃষ্টির সাথে কথা বলি
কান পেতে শুনু হৃদয়ে স্পন্দ
কি বলছে তোমায়
তোমার মাঝে আমি নিজেকে হারাই
আমার খুশি শুধু তুমি
শোনো এই হৃদয়ে কি বলছে
চুপি চুপি
মুঠোফোনে কথোপকথনে
তোমার তরফ চললাম
এবার তোমার চোখটি মেল
দেখো তোমার সামনে আমি
কল্পনাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ২৬/১০/২০১৭wow
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৭ভালো বলবো না বরং খুব ভালোই হয়েছে কবিতাটা।
-
সাঁঝের তারা ২৭/০৭/২০১৭অপূর্ব...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৭/২০১৭সুন্দর।