শুধু বাঁচার আশায়
বৃষ্টি মানে রোমান্টিকতা
আকাশ কালো
ধূসর মেঘের ভেলা
মন করে ব্যাকুল
বৃষ্টির রিমঝিম শব্দে
কিসের তান্ডব
ঝিরি ঝিরি বাতাসে
প্রাণে দিয়ে যায় সুর
দৃষ্টি যত দূর যায় না কেন
প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে ।
পরিশ্রমী মানুষের কাছে
বৃষ্টি মানে অভিশাপ ।
পানি জমলেই যেন, কষ্ট বাড়ে তিনগুন
কর্ম নেই, ক্ষুদার্থ,আশ্রয়হীন মানুষগুলো
একটু খাবারে জন্য করে, হার ভাঙগা খাটনি
কেউ জানালার পাশে বসে
বৃষ্টি দেখেছে
আর কেউ বৃস্টি ভেজা গায়ে,
পরিশ্রম করে চলেছে অবিরত
শুধু একটা স্বপ্ন,শুধু বাঁচার আশায় ।
আকাশ কালো
ধূসর মেঘের ভেলা
মন করে ব্যাকুল
বৃষ্টির রিমঝিম শব্দে
কিসের তান্ডব
ঝিরি ঝিরি বাতাসে
প্রাণে দিয়ে যায় সুর
দৃষ্টি যত দূর যায় না কেন
প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে ।
পরিশ্রমী মানুষের কাছে
বৃষ্টি মানে অভিশাপ ।
পানি জমলেই যেন, কষ্ট বাড়ে তিনগুন
কর্ম নেই, ক্ষুদার্থ,আশ্রয়হীন মানুষগুলো
একটু খাবারে জন্য করে, হার ভাঙগা খাটনি
কেউ জানালার পাশে বসে
বৃষ্টি দেখেছে
আর কেউ বৃস্টি ভেজা গায়ে,
পরিশ্রম করে চলেছে অবিরত
শুধু একটা স্বপ্ন,শুধু বাঁচার আশায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৭/০৭/২০১৭
-
ধ্রুবক ২৭/০৭/২০১৭ভাল লেখা।
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৭বেশ।ভাল লাগা রেখে গেলাম কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭বেশ তো!
-
jannatul ripa ২৬/০৭/২০১৭বাহ বেশ
-
অর্ক রায়হান ২৬/০৭/২০১৭ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৭/২০১৭তবুও বৃষ্টি ভালো লাগে।
---
কিছু টাইপো আছে। যেমন, বৃস্টি > বৃষ্টি, আসায় > আশায়, ইত্যাদি...