বৃষ্টির শব্দ
আজ সকালের শুরুটা হয়েছে
বৃস্টিমাখা দিন দিয়ে
আকাশে কালো মেঘের ঢাকা
খেলে লীলাখেলা
পথে জমেছে পানি
পুরো প্রকৃতি জুড়ে
শুরু হয়েছে তান্ডব
দমকা হওয়ার
কোন টানে দেয় বিজলি আলো
একটু পর পর শব্দ জোরালো
বৃষ্টির শব্দ
ঝর ঝর
বৃষ্টির জানালায় ফাঁকে
এসে পড়েছে
ঠান্ডা বাতাস পায় মনের পূর্ণতা
আহা কি দারুন ।
বৃস্টিমাখা দিন দিয়ে
আকাশে কালো মেঘের ঢাকা
খেলে লীলাখেলা
পথে জমেছে পানি
পুরো প্রকৃতি জুড়ে
শুরু হয়েছে তান্ডব
দমকা হওয়ার
কোন টানে দেয় বিজলি আলো
একটু পর পর শব্দ জোরালো
বৃষ্টির শব্দ
ঝর ঝর
বৃষ্টির জানালায় ফাঁকে
এসে পড়েছে
ঠান্ডা বাতাস পায় মনের পূর্ণতা
আহা কি দারুন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০২/০৮/২০১৮আহ !কি দারুণ !
-
মোমিনুল হক আরাফাত ২২/০৭/২০১৭সুন্দর প্রকাশ
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, আকাশ এখন যৌবনপ্রাপ্ত। তান্ডব, বিদ্যুৎ,দমকার মতো শব্দগুলো যৌবনের যেন বহিঃপ্রকাশ। সুন্প্রকাশ।শুভেচ্ছা।
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৭বেশ ভালোই লিখেছেন কবি
-
আব্দুল হক ২১/০৭/২০১৭নাইস
-
Tanju H ২১/০৭/২০১৭অসাধারন।শুভেচ্ছা কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৭/২০১৭ভালো।
-
নাবিক ২১/০৭/২০১৭আপনার ছড়াটাও দারুণ 👌